শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রোলবল বিশ্বকাপে বাংলাদেশ পুরুষ ও নারী দলের সহজ জয়লাভ

স্পোর্টস রিপোর্টার: চতুর্থ রোল বল বিশ্বকাপের টানা দ্বিতীয় জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলো স্বাগতিক বাংলাদেশ। আগের দিন হংকংকে ১৮-১ গোলে হারানোর পর এবার লাল - সবুজের দলটি ভুটানকে হারিয়েছে। গতকাল শনিবার শেখ রাসেল রোলার স্কেটিং ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ ৯-০ গোলের সহজ পার্থক্যে ভুটানকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো। এদিকে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ নারী দল নিজেদের প্রথম ম্যাচেই রেকর্ড জয় পেয়েছে।
 মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৮-২ গোলের সহজ পার্থক্যে নেপালকে হারিয়েছে। স্কেটিং বিশ্বকাপের ইতিহাসে নারীদের লেভেলে নেপালের বিপক্ষে এক ম্যাচে ৫ গোল করে রেকর্ড গড়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক হিয়া। ম্যাচের তৃতীয় মিনিটেই অধিনায়ক হিয়া নেপালের বিপক্ষে গোল করে দলকে এগিয়ে নেন। কিন্তু পরের মিনিটেই নেপালের লিজা সমতায় ফেরান দলকে (১-১)। ম্যাচের ১১ মিনিটে বাংলাদেশের রাইসা ২-১ ব্যবধান গড়ে দিলেন। এরপর প্রথমার্ধ শেষ হবার আগে সাথী স্কোর নিয়ে গেলেন ৩-১। দ্বিতীয়ার্ধে ও স্বাগতিক দলের প্রাধান্য ছিল ম্যাচে। ফলে গোল পেতে সহজ হয়।নউশিনের গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশ। অধিনায়ক এরপর টানা দুই গোল একাই করলেন ব্যবধানে ৬-১ চলে যায়। নেপালের লিজা নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল আদায় করলে স্কোর দাঁড়ায় ৬-২। কিন্তু এরপর আবারো বাংলাদেশের অধিনায়ক হিয়া টানা দুই গোল করলে স্কোর ৮-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। আজ বিকেল ৩টা ১৫ মিনিটে মিরপুর ইনডোরে নিজেদের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ নারী দল নামবে ফিলিপাইনের বিপক্ষে।
এদিকে ২ নম্বর ভেন্যু হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা পুরুষ দল ৩-১ ব্যবধানে হারিয়েছে তানজেনিয়াকে,গত আসরের চ্যাম্পিয়ন ভারত ১১-০ গোলে ইংল্যান্ডকে, ফ্রান্স ২-০ গোলে বেনিনকে,মায়ানমার ১০-০ গোলে ফিজিকে ও জাম্বিয়া ৬-২ গোলে নেদারল্যান্ড পুরষ দলকে হারিয়েছে। অপর ম্যাচে ভূটান ৭-১ গোলে হংকংকে, আর অপরদিকে সেনেগাল-শ্রীলংকার মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।এছাড়া এন্ট্রি দিয়েও ভিয়েতনাম স্কেটিং দল আসেনি।যে কারণে সন্ধ্যায় শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে ভিয়েতনাম দল না থাকায় ওয়াকওভার পেয়েছে চাইনিজ তাইপে। অপর ম্যাচে ফিলিপাইন না থাকায় ওয়াকওভার পেয়েছে ডেনমার্ক। একই ভেন্যুতে চীন ৩-০ গোলে হারিয়েছে নেপালকে। পাশের ভেন্যু হ্যান্ডবল স্টেডিয়ামে লাম্বিয়া ১২-০ গোলে হারিয়েছে গায়নাকে। অপর দিকে মিরপুর ইনডোরে ইজিপ্ট ৬-৪ গোলে উগান্ডাকে হারিয়েছে।এদিকে আজ রোববার বাংলাদেশ পুরুষ দল সকাল ৯টায় খেলবে মায়ানমারের বিপক্ষে আর নারী দল খেলবে ৩টা ১৫ মিনিটে ফিলিপাইনের বিপক্ষে।

অনলাইন আপডেট

আর্কাইভ