ভিত্তিপ্রস্তর স্থাপন
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা দক্ষিণপাড়া সাইজ্জুলিয়া হাফিজিয়া মাদরাসা ও মসজিদ আনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত শনিবার সকালে এ উপলক্ষে অনুষ্ঠিত দোয়ার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী চিন্তাবিদ মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সুলাইমানের উপস্থাপনায় ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাদরাসার মুতাওয়াল্লী আবুল হাশেম ভুঁইয়া, মাদরাসার সভাপতি সাহেব আলী ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত মহাপরিচালক (হিসাব) আনেয়ার হোসেন, মুজাহিদ কমিটি মুরাদনগর উপজেলা সদর আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাশেম আবু, মাওলানা আব্দুর রাজ্জাক ও সমাজসেবক হাফেজ শাহীন মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। চরমোনাই পীর পরে মসজিদ ও মাদরাসাসহ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।