কেপিএমে সিবিএ নির্বাচনে শ্রমিক-কর্মচারী পরিষদের বিজয়
কাপ্তাই সংবাদদাত : চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস লি (কেপিএম) সিবিত্র নির্বাচন গত সোমবার কঠোর নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে কর্ণফুলী পেপার মিলের শ্রমিক কর্মচারী পরিষদ (চাকা) ৪৫৪ ভোটে বিজয়ী হয়। নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় শ্রমিক লীগের সমর্থিত এমপ্লয়ীজ ইউনিয়ন (হাতুড়ী) ২৩৭ ভোট পেয়ে পরাজিত হয়। সর্বমোট ভোটার সংখ্যা ৭১২। তৎমধ্যে ৬৫৭ ভোট প্রয়োগ করে। তৎমধ্যে ৬টি ভোট বাতিল হয়। সকাল ৯টা বিকাল ৩টা একটানা ভোট গ্রহন করা হয়। কেন্দ্রের বাইরে কাপ্তাই বিজিবি, পুলিশ টহল জোরদার করায় ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। নির্বাচনে একজন জেলা ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন। এসময় সহযোগিতায় ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল আলম, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত, কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খান জাভেদ আনোয়ার, মহাব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমা। ভোটারেরা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পেরে মিলের শ্রমিক-কর্মচারীরা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। কর্ণফুলী পেপার মিলের শ্রমিক কর্মচারী পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ নুরুল হক বলেন, নির্বাচনে কোনো প্রকার কারচুপি ও সহিংসতার ঘটনা ঘটেনি। প্রত্যেক ভোটার তার স্বাধীন মতামত প্রকাশ করার সুযোগ পেয়েছে।