শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

সন্দ্বীপে মাস্টার কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মাস্টার কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০১৬ সম্পন্ন হয়েছে। সম্প্রতি একযোগে সন্দ্বীপের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান কালাপানিয়া উচ্চ বিদ্যালয়, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় ও সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উক্ত বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাঈন উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিল্লাহ হোসেন, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সভাপতি ম-লীর সদস্য জামিল উদ্দিন হৃদয়, কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সভাপতি ফারুক আহমেদ, এবি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মনির হোসেন, সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ, মাস্টার রতন মানিক বসু, সাবেক সভাপতি মাস্টার আবদুর রহমান রিপন, জিএম মোতালেব, অধ্যাপক মোঃ সিরাজুল মাওলা, ফছিউল আলম কাশেম, ডা. মোজাম্মেল হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এবিএম শফিকুল আলম সহ সিনিয়র নেতৃবন্দ।
বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে অতিথিবৃন্দ বলেন মেধার উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যেই বৃত্তির আয়োজন এবং মেধা বিকাশে এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার বিকল্প নেই বলে দাবি করেছেন সন্দ্বীপ উপজেলাধীন মাস্টার কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানে বক্তারা।
উক্ত বৃত্তি পরীক্ষায় ১০০টি প্রাথমিক বিদ্যালয়, ২৬টি উচ্চ বিদ্যালয়, ১৮ টি মাদরাসার ৪টি শ্রেণির মোট ৯৫৯ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
এতে ৪র্থ শ্রেণি-৩৮৯ জন, ৭ম শ্রেণি ২৬১ জন, ৯বম শ্রেণি ১৮৪ জন ও এবতেদায়ী (৪র্থ শ্রেণি) ১২৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ