ঢাকা,শুক্রবার 26 April 2024, ১৩ বৈশাখ ১৪৩০, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

ট্রাম্প-বাধা টপকে আসগার ফারহাদির দ্বিতীয় অস্কার জয়

অনলাইন ডেস্ক: সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতিবাদে অস্কার বয়কট করা ইরানি নির্মাতা আসগার ফারহাদির সিনেমা ‘দ্য সেলসম্যান’ জিতে নিল বিদেশি ভাষার সেরা সিনেমার পুরস্কার।

লস অ্যাঞ্জেলেসে রোববার সন্ধ্যায় ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডের এই আসরে ফারহাদি সরাসরি অংশ না নিলেও তার পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য পড়ে শোনান আনুশেহ আনসারি।

সেখানে বলা হয়, “আমার অনুপস্থিতি আমার জাতি এবং অন্য সাতটি দেশের অভিবাসীদের উপর অমানবিকভাবে চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞার প্রতিবাদ।”

আসগার ফারহাদির পক্ষে তার এক প্রতিনিধি উপস্থিত ছিলেন অস্কার বিতরণ অনুষ্ঠানে। আসগার ফারহাদি তার বার্তায় বলেন, “গোটা বিশ্বে এই বিভাজন আমাদের এবং আমাদের শত্রুদের মধ‌্যে যুদ্ধের জন্য একটি অন্যায্য অজুহাত তৈরির আশঙ্কা সৃষ্টি করে।”

এবারের অস্কারে বিদেশি ভাষার সিনেমা বিভাগে ইরানের ‘দ্য সেলসম্যান’ ছাড়াও জার্মানির ‘টোনি এর্ডমান’, সুইডেনের ‘আ ম্যান কলড উভে’, অস্ট্রেলিয়ার ‘টান্না’ এবং ডেনমার্কের ‘ল্যান্ড অফ মাইন’ মনোনয়ন পেয়েছিল।

এর আগে ২০১৪ সালে নির্মিত ‘দ্য সেপারেশন’-এর জন্য প্রথমবার অস্কার জিতেছিলেন আসগার ফারহাদি।-বিডিনিউজ

অনলাইন আপডেট

আর্কাইভ