শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

লালমনিরহাটে প্রধান শিক্ষকের ওপর হামলা ছাত্র-ছাত্রীদের মহাসড়ক অবরোধ

লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটে ১টি বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ১ সন্ত্রাসী আটক। জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ে আগামী ২০ মার্চ ম্যানেজিং কমিটির নির্বাচন হওয়ার লক্ষ্যে গত ২৮ ফেব্রুয়ারি স্থানীয় ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বসুনিয়া স্বপনের নেতৃত্বে শাকিল, কুদ্দুস, এনামুল, ফেরদৌসসহ ১০/১২ জনের ১টি সন্ত্রাসী দল ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ঢুকে সন্ত্রাসী হামলা চালিয়ে মনোনয়নপত্র ছিনতাই করে এবং প্রধান শিক্ষক শ্রী রতিন্দ্র নাথ বাবুল বিএসসি কে মারপিট করেছে। এর আগে ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মোছা. মোসলেমা ও মোছা. হোসনে আরার বাড়িতে ও হামলা চালায় ওই সন্ত্রাসীরা। শিক্ষকদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় গত বুধবার বিদ্যালয়ের ক্লাস বর্জন করে ৮৯১ জন ছাত্র-ছাত্রী মহেন্দ্রনগর খান মার্কেটে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহা-সড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের উভয় পার্শ্বে শত শত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত কুদ্দুস নামের সন্ত্রাসীকে আটক করেছে সদর থানা পুলিশ। অপরদিকে বিক্ষুব্ধ ছাত্র/ছাত্রীদের মধ্যে ৯ম শ্রেণীর আবুবকর সিদ্দিক, ৬ষ্ঠ শ্রেনির শাহজালাল, ৭ম শ্রেণীর হাসিবুর, ইউনুছ আলী, শাহিনুর, মজিদুল, মিষ্টি রানী, মারুফ হোসেন, রিন্টু আহমেদ, কাজল, বৃষ্টি খাতুন, মনি খাতুন ও তিশা খাতুন অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। প্রধান শিক্ষক রতিন্দ্র নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্ত্রাসীদের শাস্তির দাবি জানায়। বর্তমান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের দাতা সদস্য মো. কাশেম আলী সরকার সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি করেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে বিক্ষুব্ধ ছাত্র/ছাত্রীরা মহসড়ক অবরোধ তুরে নেয়। উল্লেখ মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে কেন্দ্র করে ইতঃপূর্বেও শিক্ষকরা একাধিকবার লঞ্ছিত হয়েছিল।

অনলাইন আপডেট

আর্কাইভ