শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শিল্পীর শপথবাক্য

নোমান সাদিক

 

যেহেতেু শিল্পী, যেহেতু এসেছি 

অযাচিত কিছু ইন্দ্রিয় নিয়ে,

দৃশ্যের বেশি দেখে ফেলি; তাই 

যথাপ্রাপ্তির খাতায় পড়ছি-

 

যত বাসীফুল আমার জন্য,

ছিঁড়েফেড়ে যাওয়া পতাকাটি আর

শূন্যকৌটা, ভাঙা ক্যানভাস,

নেই মোনালিসা, ভালোবাসাহীন 

সবই আমার, আমার জন্য

 

বার্ষিক ঘৃণা, উপচানো ঋণে 

এই নগরীর পথ-ঘাট, ড্রেন

যদি ভরে যায়, তার দ্বায়-ভার

গাধা খচ্চর মেথরের নয়

সবই আমার, আমার জন্য

 

ভাড়াটে চাঁদ ও জোছনার তলে

বিরহী শব্দ উচ্চারণের

ভাঁড়ের সঙ্গে তত্ত্বযুদ্ধে

জিতের তক্মা কেবলি আমার,

আমার জন্যে।

অনলাইন আপডেট

আর্কাইভ