বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

জিয়া পরিষদের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

 

কবীর মুরাদকে জিয়া পরিষদের চেয়ারম্যান, প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেনকে মহাসচিব ও আবদুল্লাহিল মাসুদকে ১নং যুগ্ম-মহাসচিব করে জিয়া পরিষদের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশের জন্য বিএনপি চেয়ারপার্সন, জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনুমতি প্রদান করেছেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য কবীর মুরাদ জিয়া পরিষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন মহাসচিব, বিশিষ্ট লেখক ও কলামিস্ট আবদুল্লাহিল মাসুদ যুগ্ম-মহাসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

প্রফেসর ড. এমতাজ হোসেন আগের কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দীর্ঘ দেড় বছর দায়িত্ব করেছেন। আবদুল্লাহিল মাসুদ ২০০২ সালে জিয়া পরিষদ ঢাকা মহানগরীর সিনিয়র ভাইস চেয়ারম্যান, ২০১২ সালে জিয়া পরিষদের সহকারী মহাসচিব (প্রচার ও প্রকাশনা) হিসেবে দীর্ঘ সাড়ে চার বছর দায়িত্ব পালন করেছেন।

গত ২১ জানুয়ারী-১৭ইং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর উপস্থিতিতে প্রতিনিধিদের কণ্ঠ ভোট এবং সর্বসম্মতিক্রমে কবীর মুরাদ পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গত ২৭ ফেব্রুয়ারি-১৭ রাতে জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদ ও যুগ্ম-মহাসচিব আবদুল্লাহিল মাসুদ বিএনপি চেয়ারপার্সন, জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশের অনুমতি পান। 

১৫১ জন সদস্যের মধ্যে ১২৪ জনের তালিকা পদবিসহ প্রকাশ করা হয়েছে। বাকী ২৭ জনের নাম ও পদবি দ্রুততর সময়ের মধ্যে প্রকাশ করা হবে। জিয়া পরিষদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা অন্যান্যের মধ্যে রয়েছেন :

ভাইস চেয়ারম্যান : প্রফেসর ড. এম সলিমুল্লাহ খান, প্রফেসর ডা. আব্দুল কুদ্দুস, প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম, প্রফেসর ড. মোঃ তাহির আহমদ, প্রফেসর ড. লুৎফর রহমান, প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. আলীনুর রহমান, প্রফেসর সি এম মোস্তফা, প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, প্রফেসর ড. আব্দুল লতিফ, প্রফেসর ড. হারুন-অর-রশীদ, অধ্যক্ষ হুমায়ন কবির, এম জহির আলী, এ্যাড. দেওয়ান মাহফুজুর রহমান, এডভোকেট জিয়াউল ফারুক শামসু তালুকদার। 

যুগ্ম মহাসচিব : প্রফেসর ড. মোঃ জাকির হুসাইন, প্রফেসর ড. মোঃ হাসানাত আলী, প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. মোঃ মঈনুল হোসেন, প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রফেসর ডা. আলিমুজ্জামান।

সহকারী মহাসচিব : প্রফেসর ড. চেঙ্গিস খান, প্রফেসর ড. নাহিদ জেবা, কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম, খন্দকার শফিকুল হাসান (রতন), ড. মোস্তফা কামাল পাশা, মোঃ আকতার হোসেন, প্রকৌশলী রুহুল আলম, প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ নাজির আহম্মদ, ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, মোঃ শহীদুল ইসলাম শহীদ, ইঞ্জিনিয়ার শরীফুজ্জামান খান শরীফ, অধ্যক্ষ ইউসুফ আলী, এ্যাড. শফিকুল ইসলাম টুকু এবং এডভোকেট শফি কামাল। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ