শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মরগানের সেঞ্চুরিতে ইংল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক: অধিনায়ক এউইন মরগানের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ সফরটা জয় দিয়ে শুরু করল ইংল্যান্ড। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইংলিশরা পেয়েছে ৪৫ রানের জয়। অ্যান্টিগায় সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। শুরুটা নড়বড়ে হলেও মরগানের ১০৭ রানের ওপর ভর দিয়ে সফরকারীরা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরে জমা করে ২৯৬ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৪৭.২ ওভারে অলআউট হয়ে যায় ২৫১ রানে। মাত্র ২৯ রানে ২ উইকেট হারানোর ধাক্কাটা অবশ্য কাটিয়ে উঠে সফরকারীরা স্যাম বিলিংস ও মরগানের ব্যাটে। মরগানের সঙ্গে পঞ্চম উইকেটে ১১০ রানের জুটি গড়া এই অলরাউন্ডার খেলেছেন ৫৫ রানের কার্যকরী ইনিংস। এছাড়া শেষদিকে মঈন আলী ২২ বলে ৩১* রানের ইনিংস খেললে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৯৬। এই লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশ দুই পেসার ক্রিস ওকস ও লিয়াম প্লাঙ্কেটের বলে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দু’জনই নিয়েছেন ৪টি করে উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেছেন জেসন মোহাম্মদ। এছাড়া জনাথন কার্টার করেছেন ৫২ রান।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড : ৫০ ওভারে ২৯৬/৬ ।ওয়েস্ট ইন্ডিজ : ৪৭.২ ওভারে ২৫১ । ফল : ইংল্যান্ড ৪৫ রানে জয়ী। ম্যাচসেরা : এউইন মরগান।

অনলাইন আপডেট

আর্কাইভ