বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও সামাজিক অনাচারের বিরুদ্ধে সোচ্চার হোন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (নর্থ) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেছেন, প্রত্যেক পরিবারের প্রধান ও সকল সদস্য যদি একে অপরের বন্ধু হয় বিশেষ করে উঠতি বয়সি সন্তানদের সাথে যদি বন্ধু সুলভ আচরণ করে গভীর সম্পর্ক তুলে তাদের মানসিক বিকাশের ভূমিকা রাখতে পারে তবে আর কোন পরিবার থেকে কোন মাদকসেবী , সন্ত্রসী, জঙ্গি তৈরি হতে পারে না। আর এজন্য প্রতিটি পরিবারকে তাদের সন্তানদের প্রতি নজর রাখতে হবে। পড়ালেখা পাশাপাশি ও ফাঁকে তারা কাদের সাথে মিশে ও সময় কাটায় সেই দিকে নজর রাখতে হবে। একটি পরিবার যদি ভাল পরিবার হিসাবে গড়ে উঠে তবে সেই পরিবারটি ঘিরে আরো এলাকার সবগুলো পরিবারই ভাল পরিবার হিসাবে গড়ে উঠবে। তবেই এলাকা মাদক , সন্ত্রাস ও সামাজিক অনাচার মুক্ত হবে।
 খুলশী থানা বিট পুলিশিং কর্তৃক আয়োজিত পশ্চিম খুলশী জালালাবাদ টাওয়ার এলাকার খোলা মাঠে উঠান  বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। খুলশী থানার নব যোগদান কারী ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ নাসির উদ্দিন এর সভাপত্তিতে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ৯,১০,১৩ নং ওর্য়াডের মহিলা কাউন্সিল আবিদা আজাদ, অবসর প্রাপ্ত বিচার প্রতি সোলেমান শেঠ, অবসর প্রাপ্ত এসপি আলা বখস্, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার মালিক, ১৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপত্তি হায়দার হোসেন বাদল পশ্চিম খুলশী আবাসিক এলাকা মালিকব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু, মহানগর যুবলীগ সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক, মহানগর ছিন্নমূল সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, খুলশী থানা কমিউনিটি পুলিশিং কমিটির প্রচার সম্পাদক আবদুল হান্নান হীরা, আওয়ামী লীগ নেতা হায়দার আলী , বিট অফিসার মোঃ শরীফুল আলম,ওর্য়াড আওয়ামী যুগলীগ নেতা মোঃ মাসুদ রানা, মোঃ সামসুলদিন, মোঃ কামাল, মোঃ জসিম উদ্দিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ভঅরতীয় দূতাবাস ও হাবিব লেইন , ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়, পশ্চিম খুলশী আ/এ জালালাবাদ কৃঞ্চচূড়া, মুক্তিযোদ্ধা কলোনী, রোজভ্যালী, নূরীয়া মাদ্রাসা গলি, ফয়‘স লেক (অংশ বিশেষ) এলাকার গন্যমাম্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যে কোন সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রকাশ্যে অথবা গোপনে প্রশাসনকে তথ্য দেওয়ার ও কাউকে হয়রানি না করার জন্য সবার পক্ষ থেকে আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

অনলাইন আপডেট

আর্কাইভ