ভারতীয় ব্যবসায়ীর হত্যাকাণ্ডকে বর্ণবাদী হামলা বলতে নারাজ মার্কিন পুলিশ
৫ মার্চ, পিটিআই, দ্য হিন্দু : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার ভারতীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ীকে বাড়ির কাছেই গুলি করে হত্যা করা হয়েছে। কানসাসে এক ভারতীয় প্রকৌশলীকে গুলি করে হত্যার কয়েক দিনের মধ্যেই এই হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসলো। পুলিশ কর্তৃপক্ষ কানসাসের হতাকাণ্ডকে ‘হেইট ক্রাইম’ বা ঘৃণাজনিত অপরাধ বলে উল্লেখ করেছিল।
৪৩ বছর বয়সী হরিশ প্যাটেল দক্ষিণ ক্যারোলিনার ল্যাঙ্কেস্টার শহরে একটি দোকানের মালিক। বৃহস্পতিবার রাতে তিনি দোকান বন্ধ করে ছয় কিলোমিটার দূরে নিজ বাড়ির কাছাকাছি আসলে অজ্ঞাত হত্যাকারী তার ওপর হামলা চালায়। হরিশের দোকান বন্ধ করার ১০ মিনিট পরই তার মৃত অবস্থায় পাওয়া যায় বলে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে। রাত ১১টা ৩৩ মিনিটে জরুরি সাহায্যের জন্য ৯১১ নম্বরে একটি ফোন পায় পুলিশ। ফোনে কারও আর্তনাদ ও গুলি চালানোর শব্দ শুনতে পান কর্মকর্তারা। পুলিশ কর্মকর্তা ব্যারি ফইলে জানান, এই হত্যাকাণ্ডে প্যাটেলের ভারতীয় বংশোদ্ভূত হওয়াটা বিবেচ্য ছিল না। তিনি বলেন, ‘আমি মনে করি না, বর্ণবাদের জন্য তাকে হত্যা করা হয়েছে।’ গত মাসের ২২ তারিখ কানসাসে ৩২ বছর বয়সী শ্রীনিবাস কুচিভটলাকে মার্কিন নৌবাহিনীর ৫১ বছর বয়সী এক সাবেক কর্মকর্তা গুলি করে হত্যা করেন। এডাম পুরিনটন নামের ওই সাবেক কর্মকর্তা বর্ণবিদ্বেষের কারণেই এক বারে শ্রীনিবাস ও তার বন্ধু অলোক মাদাসানির ওপর গুলি চালান বলে পুলিশ জানিয়েছে।