বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বিরামপুরে বিষ দিয়ে সাড়ে ১০ লাখ টাকার মাছ নিধন

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা: বিষ প্রয়োগ করে নুনিয়াদহ বিলে প্রায় সাড়ে ১০ লক্ষ্য টাকার মাছ নিধন করেছে সমাজের অসাধু দুষ্কৃতকারীরা।
গতকাল দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দিনাজপুরের বিরামপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আলম হোসেন প্রায় ৫০ বিঘা আয়তনের নুনিয়াদহ বিলটি বাংলা ১৪২৩ সন  থেকে উপজেলায় উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ টাকায় তিন বছরের জন্য লীজ নিয়ে পোনা মাছ ছেড়ে দেন।
ইজারাদার আলম হোসেন জানান, উক্ত বিলে তিনি সাড়ে ১০ লক্ষাধিক টাকা বিনিয়োগ করে মাছের পোনা ছাড়ে।
সোমবার দিবাগত রাতে কোন এক সময় দুষ্কৃতকারীরা দুর্বৃত্তরা পূর্ব-শত্রুতার জের ধরে ঐ বিলে বিষ প্রয়োগ করেছে। পরদিন সকালে বিলে গিয়ে দেখেন  বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মরে পানিতে ভেসে বেড়াচ্ছে।
তবে বিষের পরিমাণ বেশি হওয়ায় বিকট গন্ধের কারণে এলাকার কেউ ঐ মাছ নিচ্ছে না তারা ভাবছে এই মাছ খেলে আমরাও মারা যাব।
আলম হোসেন আরো জানান, স্থানীয় কিছু ব্যক্তি ঐ সরকারি বিলের জমি জবর দখলে নিয়েছে। লীজ গ্রহণের ফলে স্বার্থ হানীর কারণে তারা এই বিষ দিয়ে আমার ক্ষতি করতে পারে বলে তিনি জানান।
মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ঘঠনার দিন বিরামপুর থানায় লিখিত অভিযোগ করা আছে এবং মামলা প্রস্তুতি চলছে।

অনলাইন আপডেট

আর্কাইভ