শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

কাশ্মীরে রাডার বসিয়েছে ভারত

৭ মার্চ, ইন্টারনেট : জম্মু ও কাশ্মির সীমান্তে ' স্বাতী' নামের ওই ‘ওয়েপন লোকেটিং রাডার’। পাকিস্তান সেনাবাহিনীর অবস্থান জানতে ভারত এই কাজ করেছে বলে মিডিয়ায় প্রকাশ।
ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, পরীক্ষামূলকভাবে ৪টি স্বাতী রাডার কাশ্মীর সীমান্তে মোতায়েন করেছিল সেনাবাহিনী।
ডিআরডিও সূত্রে জানা গেছে, ‘স্বাতী’ শত্রুপক্ষের ছোড়া মর্টার, রকেট ও বোমার উৎস মুহূর্তে খুঁজে বের করে। শুধু তাই নয়। স্বনিয়ন্ত্রিতভাবে, সংযুক্ত একটি ‘আর্টিলারি গান’ থেকে মিসাইল ছুড়ে শত্রুর অস্ত্রঘাঁটি ধবংস করে দেয়।

অনলাইন আপডেট

আর্কাইভ