শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চারঘাটে স্ত্রীর পরকীয়া সন্দেহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর চারঘাটে স্ত্রীর পরকীয়ার সন্দেহে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন হয়েছে। সোমবার ভোরে উপজেলার নিমপাড়া ইউনিয়নের মধ্যবালাদিয়াড় গ্রামে নিজ বাড়ীতে মারা যায় তিন সন্তানের জনক কামাল হোসেন। কামাল ওই গ্রামের মৃত সোলায়মান হকের ছেলে।
সংবাদ পেয়ে সকালে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত কামালের মৃত্যু নিয়ে দেখা দিয়েছে নানা ধরনের প্রশ্ন। নিহত ব্যাক্তির স্ত্রী জোসনা বেগমের দাবী ভাইদের মারপিটেই কামাল নিহত হয়েছেন। তবে অভিযুক্ত ভাইদের দাবী কামালের স্ত্রীর পরকীয়া বিষয়ে ভাইদের সাথে কামালের বাক বিত-ার ঘটনা ঘটেছে। তবে কামালের গলায় ও শরীরের বিভিন্ন অংশে কালশিরার দাগ সম্পর্কে পরিবারের লোকজন ভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, পরিবারের অন্য সদস্যদের মতামত উপেক্ষা করে কামালের ৭ম শ্রেণীতে পড়ুয়া মেয়ের নিমপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলের সাথে বিয়ে দেয় কামালের স্ত্রী জোসনা বেগম। এরপর থেকে কামাল বাড়ী না থাকলে কথিত বিয়াই হিসেবে পরিচিত আবদুল মজিদ অবাধে আসে কামালের বাড়ীতে। আর এতে এলাকাবাসীসহ সর্বমহলে কামালের স্ত্রী জোসনা বেগমের ওপর পরকিয়ার সন্দেহ সৃষ্টি করে। এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) ইন্সপেক্টর সায়েদুর রহমান জানান, নিহত কামালের অনুপস্থিতিতে কামালের বাড়ীতে আব্দুল মজিদ নামের এক ব্যক্তির ছিল অবাধ যাতায়াত। আর এ কারণে কামালের অন্য ভাইদের চোখে বিষয়টি সন্দেহ সৃষ্টি করে। রোববার রাত সাড়ে ৮টার দিকে কামালের ভাই আমজেদ, তমজেদ, কামরুল ও সাবদুল মিলে কামালের বাড়ীতে অবাধ যাতায়াতকারী মজিদকে নিয়ে স্ত্রী জোসনা বেগমের পরকিয়ার সম্পর্কের অভিযোগ তোলে। এ নিয়ে কামালের সাথে ভাইদের বাক বিত-ার ঘটনা ঘটে। পরে রাতে কামাল স্ত্রীর সাথে ঘরে ঘুমিয়ে থাকলে ভোর বেলায় কামালের স্ত্রী জোসনা বেগম চিৎকার দেয়। পরে কামালকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ