মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪
Online Edition

দুটি কবিতা

মুহাম্মদ ইসমাঈল

 

নন্দিত নিন্দিত

 

নন্দিত মানুষ যদি নিন্দিত হয়

তখন তার কোন অস্তিত্ব থাকে না

সে মুখ ফুটিয়ে বলতেও পারে না।

তার অবয়ব তখন কালের সাক্ষী হয়ে

দুনিয়াতে বাঁচার আকুতি নিয়ে

সে চিৎকার করে

 

আমি বাঁচতে চাই

আমি বাঁচতে চাই

এতে কেউ সাড়া দেয়

কেউ সাড়া দেয় না॥

 

রোমন্থন

 

যতবারই আমি স্মৃতিকে

রোমন্থন করি

ততবারই স্মৃতিকে বুঝতে পারি না

স্মৃতি কেন এত পরিবর্তনশীল!

স্মৃতিকে সজ্জিত করার কাজটি

আমি ইচ্ছায় করি

অথবা অনিচ্ছায় করি

এটি আসলে অবিশ্বাস্যভাবে

একটি নমনীয় প্রক্রিয়া। 

অনলাইন আপডেট

আর্কাইভ