শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ঢাকা ওমেন্স ম্যারাথন আজ

স্পোর্টস রিপোর্টার : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে ওমেরা এলপিজি ঢাকা ওমেন্স ম্যারাথন ২০১৭। ‘নারীর জন্য নিরাপদ ঢাকা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এ ম্যারাথন প্রতিযোগীতা। দেশের নানা প্রান্তের বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ৭ শতাধিক প্রতিযোগী অংশ নিবেন এবারের এই আসরে। ৭ শতাধিক প্রতিযোগীর জন্য পাশাপাশি থাকবে ৫ শতাধিক স্বেচ্ছাসেবক। মূল প্রতিযোগীর পাশাপাশি শোবিজ জগতের তারকাদের অংশগ্রহণে মিনি ম্যারাথন, মা ও সন্তানের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন মমাথন, হুইলচেয়ার ব্যবহারকারীদের অংশগ্রহণে থাকবে ছোট দৈর্ঘের আরও একটি ম্যারাথন। এফডিসি সংলগ্ন হাতিরঝিলের প্রবেশমুখ বেগুনবাড়ি ঘাট থেকে সকাল সাড়ে সাতটায় শুরু হবে মূল ম্যারাথন। উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এমপি। বৃহস্পতিবার এ নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে, ওমেন্স ম্যারাথনের নানান দিক তুলে ধরেন ঢাকা ওমেন্স ম্যারাথন-২০১৭’র আয়োজক প্রতিষ্ঠান এভারেস্ট একাডেমির কর্ণাধার মুসা ইব্রাহিম ও ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের চীফ মার্কেটিং অফিসার তামজিদুল ইসলাম।

অনলাইন আপডেট

আর্কাইভ