মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪
Online Edition

সেই দরিদ্র শিক্ষার্থীর ভর্তি নিশ্চিত করেছে তদন্ত কমিটি

জামালপুর সংবাদদাতাঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার শেখপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অঞ্জু মিয়া নামের এক দরিদ্র শিক্ষার্থী পরীক্ষার ফি দিতে না পারায় পঞ্চম শ্রেণীতে ভর্তির বাতিল করে তাড়িয়ে দিয়েছেন প্রধান শিক্ষক সেরাতুল মনিরা। অপর দিকে ক্যাচম্যান এরিয়ার ছাত্র ভর্তি করানোর অপরাধে বিদ্যালয়ের প্রবীন সহকারী শিক্ষককে শারিরিক ও মানসিক ভাবে নির্যাতনসহ লাঞ্চিত করেছেন প্রধান শিক্ষক। গত ৬ মার্চ জামালপুর জেলা প্রশাসকের নির্দেশে দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার ( ভূমি)মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফরিদুজ্জামান ,রিমু  আক্তার ও খোরশেদ আলম চেীধুরীসহ মোট ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ওই তদন্ত কমিটি ঘটনার সততা পেয়ে অবশেষে দরিদ্র শিক্ষার্থী আঞ্জু মিয়াকে আবার ৭ মার্চ বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করেছেন। এবিষয়ে তদন্তকারী কর্মকর্তাগন তদন্ত প্রতিবেদন দাখিলের পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জামালপুর জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান।
উল্লেখ্য, দেওয়ানগঞ্জ শেখপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  প্রবীন প্রধান মো. মোখলেছুর রহমা প্রধান শিক্ষককের  অনুপস্থিতিতে তার অজান্তে ক্র্যাচম্যান  এরিয়ার শিক্ষার্থী আঞ্জু মিয়াকে বিদ্যালয়ে ভর্তি করার অপরাধে ম্যানেজিং কমিটির সদস্যদের সামনেই গত ৪ ফেব্রুয়ারী দুপুরে প্রধান শিক্ষক প্রবীন সহকারী শিক্ষককে শারীরিক ও মানসিক ভাবে লাঞ্চিত করে। এছাড়া প্রধান শিক্ষক হতদরিদ্র শিক্ষার্থীর ভর্তি বাতিল করে বিদ্যালয় থেকে তাড়িয়ে দেয়।

অনলাইন আপডেট

আর্কাইভ