শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কৃষক পরিবারকে হয়রানি

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে এক কৃষক পরিবারকে হয়রানি করায় আদালতে মামলা রুজু হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র চাঁদা দাবী, মিথ্যা মামলা ও সংবাদ প্রকাশের হুমকি-ধমকি ও দমন-পীড়নের অভিযোগে মামলাটি দায়ের করেন পৌরসভার গিলারচালা গ্রামের মৃত আব্দুল ছালাম ফকিরের ছেলে কৃষক শফিকুল ইসলাম। গাজীপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়ের করা চাঁদাবাজি  মামলায় ৫ জন ও অজ্ঞাত ৩/৪ জন কে অভিযুক্ত করা হয়। অভিযুক্তরা হলেন- রাজবাড়ী জেলার পাংশা থানার মেঘনা গ্রামের আব্দুস ছাত্তার প্রামাণিকের ছেলে সাইদুর রহমান (৩৬), লক্ষ্মীপুর জেলার ১নং চাঁদপুর গ্রামের সামসুল ইসলামের ছেলে মোঃ নিশান (৩৫), গাজীপুরের শ্রীপুর পৌরসভার গিলারচালা গ্রামের এমদাদ হোসেনের ছেলে রুহুল আমিন (৩৭), সিরাজুল হকের ছেলে নজরুল (৪২), জয়দেবপুর থানার কাউলতিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শারমিন সুলতানা মিতু (৩২)। গাজীপুর আদালতের মামলা সূত্রে জানা যায়, সাইদুর রহমান “আমার দেশের সংবাদ” নামক একটি পত্রিকর পরিচয়ে মিথ্যা সংবাদ প্রচারের ভয় দেখিয়ে চাঁদা দাবী করে। সাইদুরের যোগসাজসে অভিযুক্ত রুহুল, নজরুল, শারমিন সুলতানা মিতু, নিশান সহ অজ্ঞাত অন্যান্যরা বিভিন্ন লোকের নিকট থেকে চাঁদা দাবী করে আসছেন। অহেতুক অবৈধ গ্যাস সংযোগের মিথ্যা খবর পত্রিকায় প্রকাশ করবে এবং মিথ্যা মামলা দিয়ে  হয়রানি করবে বলে হুমকি দেয়। হুমকিতে ওই কৃষক পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। কৃষককে মিথ্যা মামলায় জড়িয়ে  হয়রানির ব্যাপারে অভিযুক্ত শারমিন সুলতানা মিতু ও তার স্বামী সাইদুর রহমান চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করেন, একটি মহল ব্যক্তিগত বিরোধিতার কারনে তার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ