বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

মিয়ানমারে রোহিঙ্গা নাগরিকত্বের বিরুদ্ধে উগ্র বৌদ্ধদের বিক্ষোভ

২০ মার্চ, ইন্টারনেট : সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের কয়েকজনকে নাগরিকত্ব দিতে মিয়ানমার সরকার পরিকল্পনা করার পর রাখাইন রাজ্যে তুমুল বিক্ষোভ হয়েছে। গত রোববার এ বিক্ষোভ হয়। এদিন সরকারের পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে রাস্তায় নেমে আসেন শত শত কট্টরপন্থী বৌদ্ধ। রাজ্যের রাজধানী সিত্তেতে বিক্ষোভের নেতৃত্ব দেয় রাখাইনের কর্তৃত্বে থাকা আরাকান ন্যাশনাল পার্টি। ওই এলাকায় একসময় অনেক রোহিঙ্গার বসতি থাকলেও ২০১২ সালে সাম্প্রদায়িক দাঙ্গার পর অনেকে ঘর-বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন। রোহিঙ্গাবিরোধী বিক্ষোভের আয়োজকদের একজন হলেন অং হোতে। তিনি বলেন, ‘আমরা বিক্ষোভ করে সরকারকে বোঝানোর চেষ্টা করছি যেন সরকার সঠিকভাবে ১৯৮২ সালের নাগরিকত্ব আইন অনুসরণ করে। সরকারকে এসকল অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব প্রদান করতে আমরা দেব না।’
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের পক্ষ থেকে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানের বিষয়টি পুনর্বিবেচনার জন্য মিয়ানমার সরকারকে আহ্বান জানানোর তিন দিন পর রবিবার এ বিক্ষোভ হলো। রোহিঙ্গাদের স্বাধীনভাবে চলাফেরার ওপর যে কড়াকড়ি রয়েছে তাও তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিল ওই কমিশন। রাখাইন অ্যাডভাইজরি কমিশন নামের ওই দলটির সদস্য ঘাসান সালামে গত সপ্তাহে বলেন, ‘আমরা নাগরিকত্বের প্রশ্নটি দেখছি। যারা নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছেন তারাও যেন নাগরিকত্বের সকল সুযোগ সুবিধা পান সে বিষয়টি নিশ্চিত করার জন্যও আহ্বান জানাচ্ছি আমরা।’
কমিশনের প্রস্তাবটিকে স্বাগত জানায় মিয়ানমার সরকার।

অনলাইন আপডেট

আর্কাইভ