শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ভারতে সাম্প্রদায়িকতার আগুন ধরানো হচ্ছে -ফারুক আবদুল্লাহ

২১ মার্চ, পার্সটুডে : জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ বলেছেন, 'ভারতে সাম্প্রদায়িকতার আগুন ধরানো হচ্ছে, এর বিরুদ্ধে লড়তে সকলের সহযোগিতা বিশেষ প্রয়োজন। এই দেশ সকলের, কোনো একটি বিশেষ ধর্মের নয়।’
গত সোমবার শ্রীনগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট প্রার্থী ফারুক আবদুল্লাহ নিজের মনোনয়নপত্র দাখিল করার পরে দলীয় কার্যালয়ের সামনে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি ওই মন্তব্য করেন।
ফারুক বলেন, যতক্ষণ এই দেশ সকলের থাকবে ততক্ষণ আমরা এর সঙ্গে সংযুক্ত  থাকব। যদি তা না হয়, তাহলে আল্লাহই জানেন কী ঝড় এগিয়ে আসছে।’
তিনি কংগ্রেসকে আশ্বস্ত করে বলেন, ‘ন্যাশনাল কনফারেন্সের সব কর্মী তাদের সহযোগিতা করবে। স্রেফ জম্মু-কাশ্মির নয়, বরং এই দেশকে সাম্প্রদায়িকতার আগুন থেকে বাঁচাতে হবে। আমাদের এই কাশ্মির বাঁচতে পারবে না যতক্ষণ পাকিস্তান এবং ভারতের মধ্যে বন্ধুত্ব না হবে।’
ফারুক আবদুল্লাহ যুবকদের রাজ্য এবং দেশ বাঁচানোর দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি বেঁচে থাকি বা না থাকি যুব নেতৃত্বকে ভারত ও পাকিস্তানকে বাঁচাতে হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে ভালো সম্পর্ক ছাড়া জম্মু-কাশ্মিরকে রক্ষা করা যাবে না। এ জন্য তাদের একসঙ্গে কাজ করা প্রয়োজন।
শ্রীনগরে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস অনন্তনাগ আসনের উপনির্বাচনে লড়ছে। উভয়ের মধ্যে জোট হওয়ায় কংগ্রেস শ্রীনগরে এবং ন্যাশনাল কনফারেন্স অনন্তনাগে কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানাবে। শ্রীনগরে আগামী ৯ এপ্রিল এবং অনন্তনাগে ১২ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 
পিডিপি-বিজেপি জোটের মুখ্যমন্ত্রী হওয়ায় মেহবুবা মুফতির অনন্তনাগ আসন শূন্য হয়। অন্যদিকে, শ্রীনগরের পিডিপি এমপি তারিক হামিদ কাররা গতবছর দল এবং সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেয়ায় ওই আসনটি শূন্য হয়। অনন্তনাগ এবং শ্রীনগর আসনে পিডিপি প্রার্থী হয়েছেন তাসাদ্দুক হুসেন (মেহবুবার ভাই) এবং নাজির আহমদ খান।

অনলাইন আপডেট

আর্কাইভ