ঢাকা, বৃহস্পতিবার 18 April 2024, ০৫ বৈশাখ ১৪৩০, ৮ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

২৫ মার্চ ও গণহত্যা দিবস স্মরণে ঢাবি’র কর্মসূচি

অনলাইন ডেস্ক: পঁচিশে মার্চ কাল রাত ও গণহত্যা দিবস উপলক্ষে জগন্নাথ হলের ‘কালরাত ও গণহত্যা দিবস পালন কমিটি’র উদ্যোগে হল প্রাঙ্গনে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হযেছে।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক-হানাদার বাহিনীর আক্রমণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহত শহীদদের স্মরণে সকাল দশটা থেকে রাত ১২ টা পর্যন্ত নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় শহীদদের স্মরণে স্থাপনাশিল্পের প্রদর্শন, ৭টায় নাট্যানুষ্ঠান, রাত ৮টায় দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি, ১১টায় মশাল প্রজ্বলন, ১১টা ৫৯ মিনিটে গণসমাধিতে মোমবাতি প্রজ্বলন এবং শ্রদ্ধা নিবেদন। 

অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালযের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং এতে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। 

এতে বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার।-বাসস

অনলাইন আপডেট

আর্কাইভ