শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ময়মনসিংহে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহ শহরকে পরিচ্ছন্ন ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল বিন করিম।
তিনি জানান, ময়মনসিংহ শহরের ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করার জন্য ময়মনসিংহ জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃক অভিযান চালানো হয়। এতে স্টেশন রোড থেকে টাউনহল পর্যন্ত রাস্তার দুই পাশে সকল অবৈধ দখল সরানো হয়। অভিযানে ৭টি দোকানকে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলের জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৮ ধারায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ফয়সাল বিন করিম।

অনলাইন আপডেট

আর্কাইভ