ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

তামিমের শতকে শক্ত অবস্থানে বাংলাদেশ

অনলাইন ডেস্ক: চার বলের ব্যবধানে সাব্বির-মুশফিককে হারিয়ে যে চাপে পড়েছিল বাংলাদেশ, তামিম ইকবাল শতক হাঁকিয়ে সেখান থেকে দলকে টেনে তুলেছেন। এই প্রতিবেদন লেখার সময় ৪২ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৩১।

তামিম ১২৭ বলে শতকে পৌঁছান। এটি তার ক্যারিয়ারের অষ্টম শতক। এর আগে ২০১৬ সালের অক্টোবরে সেঞ্চুরি করেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ১১৮ রান করেন।

তামিমের সঙ্গে ৯০ রানের জুটি গড়ার পর বিদায় নেন সাব্বির রহমান (৫৬)। অর্ধশতকের পথে শুরুতে সাব্বির স্বাচ্ছন্দ্যে থাকলেও ৪০ পার হওয়ার পর এদিক-ওদিক করতে থাকেন। বারবার সুইপ খেলতে চেষ্টা করেন।

২২তম ওভারের তৃতীয় বলে গুনারত্নের ফুল লেন্থের বলে কাভার ড্রাইভ করতে যেয়ে উপুল থারাঙ্গার হাতে ধরা পড়েন। শর্ট কাভার থেকে দেখার মতো ক্যাচ নেন থারাঙ্গা।

পরের ওভারের প্রথম বলে বিদায় নেন মুশফিকুর রহিম (১)। সান্দাকানের বলে কট এন্ড বোল্ড হয়ে ফিরে যান সাদা পোশাকের অধিনায়ক।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে সৌম্যকে নিয়ে দারুণ সূচনা করেছিলেন তামিম। তবে ২৯ রানের বেশি পার হয়নি উদ্বোধনী জুটি। ফিরে যান সৌম্য।

লাকমলের অফস্টাম্পের বলে শট খেলবো, খেলবো না করতে গিয়ে উইকেটের পেছনে চান্দিমালের হাতে ধরা পড়েন সৌম্য সরকার (১০)।

এরপর সাব্বিরকে নিয়ে হাল ধরেন তামিম। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে দশহাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন দেশসেরা ওপেনার।-চ্যানেল আই

অনলাইন আপডেট

আর্কাইভ