শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ফরাশগঞ্জকে জরিমানার অর্থ পরিশোধে সময় বেঁধে দিল বাফুফে

স্পোর্টস রিপোর্টার : ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের কাছে পাওনা অর্থ পরিশোধে সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  আগামী ১৩ এপ্রিলের মধ্যে ১৫ লাখ ৯২ হাজার টাকা বাফুফের কোষাগারে জমা দিতে হবে ক্লাবটিকে। সোমবার বাফুফের শৃঙ্খলা কমিটি সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ থেকে করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বড় শাস্তি থেকে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে আগেই রেহাই দিয়েছে বাফুফে। এক মৌসুম কোথাও না খেলেও আবার প্রিমিয়ার লিগে ফিরছে পুরনো ঢাকার দলটি। প্রিমিয়ারে খেলার সুযোগ দিলেও জরিমানার অর্থ মওকুফ করেনি বাফুফে। আর্থিক জরিমানার ক্ষেত্রে এখনো কঠোর বাফুফে। ক্লাবটিকে করা জরিমানা অর্থ প্রদানের সময়ও বেঁধে দিয়েছে ডিসিপ্লিনারী কমিটি। ফরাশগঞ্জকে যে ১৫ লাখ ৯২ হাজার টাকা জমা দিতে বলেছে বাফুফে তার পুরোটা অবশ্য জরিমানার নয়। এ অর্থের সিংহভাগই ক্লাবটিকে ২০১৪-১৫ মৌসুমে বাফুফের দেয়া বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে প্রাপ্ত। এর পরিমাণ ১৩ লাখ টাকা। আর জরিমানা আছে ২ লাখ টাকা। বাকি ৯২ হাজার টাকা মৌসুম চলাকালীন বিভিন্ন ধরনের জরিমানা।
এদিকে ডিসিপ্লিনারী কমিটি যশোর জেলা দলের খেলোয়াড় জাহিদ হাসানকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে। চলমান ‘অ-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের খেলায় অখেলোয়াড় সুলভ আচরনের জন্য তার এই শাস্তি। একই সাথে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর জেলা ফুটবল এসোসিয়েশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ডিসিপ্লিনারী কমিটি। যা আগামী ২৭ এপ্রিলের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে ও বলা হয়েছে। এছাড়া চলমান ‘অ-১৮ চ্যাম্পিয়নশীপে গ্রুপ পর্বের খেলায় ওয়াকওভার দেয়ায় ভোলা ও মেহেরপুর জেলা ফুটবল দলকে সতর্ক করার সিদ্ধান্ত হয়। 

অনলাইন আপডেট

আর্কাইভ