শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের অনন্য নজির

২৯ মার্চ, ডেইলি সাবাহ : আগামী ১৬ এপ্রিল তুরস্কের শাসনতন্ত্র সংশোধনের লক্ষ্যে ঐতিহাসিক রেফারেন্ডাম। এতে নির্ধারিত হবে তুরস্কের শাসন ব্যবস্থা প্রেসিডেন্সিয়াল শাসিত হবে, না বর্তমান ব্যবস্থায় থাকবে। রেফারেন্ডাম নিয়ে তুরস্কে সরকার পক্ষ ও বিরোধীদের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। ক্ষমতাসীন একে পার্টি রেফারেন্ডামে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। অন্যদিকে বিরোধীরা প্রচারণা চালাচ্ছেন ‘না’ ভোটের জন্য।
এরই মধ্যে মঙ্গলবার ইস্তাম্বুলের আতাতুর্ক এয়ারপোর্টে চলছিল উভয় পক্ষের ক্যাম্পেইন। তখন অন্য একটি প্রদেশের যাওয়ার সময় বিরতি নিতে এয়ারপোর্টে এসে নামেন এরদোগান। এক পর্যায়ে তিনি ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্প পরিদর্শনে যান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে তিনি হেঁটে চলে যান পাশেই স্থাপন করা বিরোধীদের ‘না’ ভোটের ক্যাম্পে। সেখানে গিয়ে ক্যাম্পেনারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের কুশল জানতে চান। তখন বিরোধীরা তাকে চা খাওয়ার অনুরোধ করলে তিনি সময় স্বল্পতার কারণে সে অনুরোধ রাখতে পারেননি। তবে এক গ্লাস পানি চেয়ে নেন তিনি বলে জানা গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ