ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

ফতেহপুরে জঙ্গি আস্তানায় আবার অভিযান শুরু

অনলাইন ডেস্ক : দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্ধ থাকার পর মৌলভীবাজার সদর উপজেলার ফতেহপুরে জঙ্গি আস্তানায় আবার অভিযান শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুলিশের বিশেষায়িত শাখা সোয়াট সদস্যরা অভিযান শুরু করেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় সোয়াটের একটি দল ফতেহপুরের জঙ্গি আস্তানায় পৌঁছায়। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেখানে অভিযান শুরু করতে না পারায় তারা চলে আসে শহরের বড়হাট এলাকার অপর জঙ্গি আস্তানায়।

পরে সকাল ৮টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ফতেহপুরের জঙ্গি আস্তানার বাড়িতে পৌঁছায়। তারা বাড়ির উঠানে অবস্থান নেয়।

বুধবার সন্ধ্যায় মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানার মধ্যে ফতেহপুরে ‘অপারেশন হিট ব্যাক’ নামে সোয়াটের এই অভিযান শুরু হয়। রাতে অভিযান বন্ধ করে দিয়ে আজ ভোর থেকে শুরু করার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা শুরু হয় সকাল সাড়ে ১০টা থেকে।

জেলার পুলিশ সুপার মো: রাশেদুল ইসলাম বিবিসিকে জানান অভিযান চলছে কিন্তু আবহাওয়া কিছুটা খারাপ হওয়ায় এটি শেষ হতে সময় লাগবে।

অনলাইন আপডেট

আর্কাইভ