বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

পাকিস্তানবিরোধীদের কড়া বার্তা দিলেন সেনাপ্রধান জাভেদ বাজওয়া

১ এপ্রিল, ডন : পাকিস্তানবিরোধীদের কড়া বার্তা দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। যারা 'ইসলামাবাদকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন' তাদের সতর্ক করে দিয়েছেন তিনি। বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের মূল্যায়ন ও দেশটির প্রতি অন্য রাষ্ট্রের শ্রদ্ধাবোধ রয়েছে উল্লেখ করে পাকিস্তানবিরোধীদের সেই সত্য উপলব্ধি করার তাগিদ দিয়েছেন তিনি।
দ্বিতীয় পাকিস্তান আর্মি টিম স্পিরিট (প্যাটস) প্রতিযোগিতায় অংশ নেওয়া বিদেশি সেনাদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ খবরটি নিশ্চিত করে।
আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিকে উদ্ধৃত করে ডন জানায়, মাংলার কাছে পাকিস্তান আর্মি টিম স্পিরিট প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়াদের উদ্দেশে বাজওয়া বলেন, সন্ত্রাসবাদ পুরো বিশ্বে বিরূপ প্রভাব ফেলছে এবং এর বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাকিস্তানকে শান্তিপ্রিয় দেশ দাবি করে তিনি বলেন, পাকিস্তান এ অঞ্চল এবং অন্য জায়গায় শান্তি ও স্থিতিশীলতা আনার লক্ষ্যে কাজ করেছে।
জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রও পরিদর্শন করেন বাজওয়া।

অনলাইন আপডেট

আর্কাইভ