শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

জঙ্গি-সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সভায় বক্তারা জঙ্গি-সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে প্রতিটি সচেতন নাগরিক ও অভিভাবক মহলকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে উল্লেখ করে বলেন, যারা আত্মঘাতি পথ অবলম্বন করে জঙ্গি-সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত, তারা ভুল পথে পরিচালিত হচ্ছে। তাই সমাজ ও রাষ্ট্রের স্বার্থে সময় থাকতে জঙ্গি-সন্ত্রাসবাদ ও মরণঘাতি মাদক সেবনের পথ পরিহার করে সুষ্ঠু-স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। তারা জঙ্গি-সন্ত্রাসবাদ ও মাদকমুক্ত সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসারও আহবান জানান। গত রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস বিরোধি সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রোকন উদ্দিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সীতাকুন্ড মডেল থানার উপ-পরিদর্শক ও ছিন্নমূল অস্থায়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ইসহাক মিয়া। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, ১০ নং সলিমপুর সাংগঠনিক ওয়ার্ড আওয়ামি লীগের সভাপতি হাজী মো. লোকমান ফকির। প্রধান বক্তা ছিলেন, ১০ নং সলিমপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. গোলাম গফুর। বিশেষ অতিথি ছিলেন, মো. ইস্রাফিল, সাদেকুর রহমান, মহিলা আ’লীগ নেত্রী শারমিন সুলতানা মিনু, নূরনবী শাহ জনকল্যাণ সমিতির চেয়ারম্যান মো. জামাল শেখ ও যুবলীগ নেতা আল-আমিন সাগর।

অনলাইন আপডেট

আর্কাইভ