বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ব্যর্থতা ঢাকতে সরকার গ্রেফতার খুন-গুমের পথ বেছে নিয়েছে

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক লক্ষ্মীপুর জেলা সভাপতি ও কমল নগর উপজেলা ভাইচ চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, উপজেলা প্রধান উপদেষ্টা ডাঃ নুর উদ্দীন মাহমুদ, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম ও মোঃ নোমানসহ মোট ১৬ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সেক্রেটারি অধ্যাপক হারুন অর রশিদ খান।
গতকাল সোমবার দেয়া বিবৃতিতে নেতৃদ্বয় নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি জাতীয় রেজি:কৃত শ্রমিক সংগঠন। তাই গণতান্ত্রিকভাবে সভা সমাবেশ করার অধিকার তাদের রয়েছে। তারা আরও বলেন, এ দেশের সাধারণ শ্রমিকদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠা থেকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে ভবিষ্যতেও কাজ করে যাবে। শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলার এ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করা সরকারের রাজনৈতিক দেউলিয়ার বহিঃপ্রকাশ। মূলত: অনির্বাচিত অত্যাচারী শাসকের সকল ব্যর্থতা ঢাকতে গ্রেফতার, খুন ও গুমের অপরিণামদর্শী পথ বেছে নিয়েছে। তাতে এই সরকারের শেষ রক্ষা হবে না। নেতৃদ্বয় শ্রমিক কল্যাণের গ্রেফতারকৃত নেতাকর্মীসহ সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবি করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ