বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

পিতা-পুত্রসহ ৫ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ সংবাদদাতা: কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমান চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা তাহের উদ্দিন হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদ- প্রদান করেছেন। গত রোববার বিকেলে জনাকীর্ণ আদালতে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, হোসেনপুর উপজেলার জিনারী গ্রামের আবদুল কুদ্দুস, তার ছেলে আসাদ মিয়া, একই এলাকার হামিজ উদ্দিনের ছেলে হাসিম উদ্দিন, মইজ উদ্দিনের ছেলে আঃ রশিদ ও আবদুল হেকিমের ছেলে রুহুল আমিন। তাদের মধ্যে বিচার চলাকালে মৃত্যুবরণ করায় রুহুল আমিনকে দণ্ড থেকে অব্যাহতি দেন আদালত।
এ ছাড়া দণ্ডপ্রাপ্ত চারজনের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এ মামলার ২৩ জন আসামির মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৮ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।
তাদের মধ্যে ৩ জন মারা গেছেন এবং ৬ জন পলাতক। বাকিরা রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২০০০ সালের ১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় হাজীপুর বাজারের কাছে প্রতিপক্ষের লোকজন হোসেনপুরের জিনারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জিনারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাহের উদ্দিনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ সালাউদ্দিন বাদী হয়ে ঘটনার পরদিন ১৭ জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে ২০০১ সালের ৬ আগস্ট এজাহারভুক্ত ১৭ জনসহ ২৩ আসামির বিরুদ্বে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ শেষে দীর্ঘ ১৭ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষে পিপি শাহ আজিজুল হক এবং আসামি পক্ষে অশোক সরকার, এম এ রশিদ ও আবু বকর মামলা পরিচালনা করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ