শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কসাইখানা বন্ধে যোগীকে ভর্ৎসনা আদালতের

৬ এপ্রিল, টাইম নাও : কসাইখানা বন্ধের অভিযান চালানোয় ভারতের উত্তর প্রদেশের যোগী সরকারকে ভর্ৎসনা করল আদালত। পছন্দমতো খাবার খাওযা ও খাদ্যসামগ্রীর ব্যবসা করা জীবনের অধিকারের মধ্যে পড়ে বলে সাফ জানিয়ে দিল এলাহবাদ হাইকোর্ট। এর পাশাপাশি, কসাইখানা নিয়ে সরকার কী চিন্তা ভাবনা করছে তা হলফনামা দিয়ে আগামী ১০ দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে আদালত। ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই কসাইখানা বন্ধের অভিযানে নামে যোগী আদিত্যনাথের সরকার। তারপরেই লখনউয়ের এক ব্যবসাযী এলাহাবাদ হাইকোর্টে মামলা করেন। তার অভিযোগ ছিল, সরকারের এহেন সিদ্ধান্তে লাটে উঠেছে তার ব্যবসা। এর জন্য সরকারকেই দায়ী করেছেন তিনি। মামলার অভিযোগে তিনি লিখেছেন, দোকানের লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গেছে তা ঠিক। কিন্তু এর জন্য সরকারের কাছে বারবার আবেদন করেও কোনো সাড়া মেলেনি। এর জন্য সরকারের গাফিলতি রয়েছে বলেই অভিযোগ করেছেন তিনি। ওই ব্যবসায়ীর করা আবেদনে তীব্র প্রতিক্রিয়া জানান এলাহবাদ হাইকোর্টের দুই বিচারপতি অমরেশ্বর প্রতাপ শাহি ও বিচারপতি সঞ্জয় হরকৌলি। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, জোর করে মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন করা যাবে না। এমনকি খাদ্যসামগ্রীর ব্যবসাও জোর করে বন্ধ করে দেয়া যাবে না। এই দুই মানুষের অধিকারের মধ্যে পড়ে বলে সাফ জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চ।

অনলাইন আপডেট

আর্কাইভ