শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

ছয় জঙ্গি গ্রেফতার : বিপুল পরিমাণ মাদক উদ্ধার

খুলনা রেঞ্জের ১০ জেলায় পুলিশের বিশেষ অভিযানে ছয় জঙ্গি গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ছয় জঙ্গিকে বাগেরহাট জেলা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় ২হাজার ৮৪৮জনকে গ্রেফতার করে পুলিশ।
খুলনা জেলা ডিএসবির এক তথ্যে বলা হয়, পঞ্চম দিনের বিশেষ অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি বিদেশী রিভলবার ও পিস্তল, ৪টি শাটারগান, ১টি পাইপগান, ৫টি শুটারগান, ২টি চাইনিজ কুড়াল, ৪টি রামদা, ১৯ রাউন্ড গুলী ও ২রাউন্ড কার্তুজ, ২৯ টি ককটেল ও হাত বোমা, ৩টি পেট্রোল বোমা। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে গাঁজা ১৬ কেজি ৫৭২ গ্রাম, ৭৭ পুরিয়া, গাঁজার গাছ ১৬ টি, ফেন্সিডিল-৩ হাজার ৫৩৪ বোতল, ইয়াবা ৫ হাজার ৩৭৬ পিস, হেরোইন ৮৪৩ গ্রাম, ৭৬ পুরিয়া, মদ সাড়ে ৪৬ লিটার , চোলাই মদ-১ লিটার, এম্পল ইনজেকশন ২৪৪ পিস, তাড়ী সাড়ে ৩ লিটার।
গত ২ এপ্রিল খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে মো. দিদার আহম্মেদ দায়িত্ব গ্রহণের পর হতে জঙ্গি দমন ও মাদক দ্রব্য উদ্ধারসহ সকল ধরনের অপরাধী গ্রেফতার, বিস্ফোরক দ্রব্য এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য রেঞ্জব্যাপী ৫ দিন বিশেষ পুলিশী অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ