শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ডি ভিলিয়ার্স ঝড়ের পরও বড় হার বেঙ্গালুরুর

এবি ডি ভিলিয়ার্সের ৪৬ বলে হার না মানা ৮৯ রানের ইনিংসটা অবশ্য কাজে এলো না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটা হারতে হয়েছে ৮ উইকেটে। ডি ভিলিয়ার্স ছাড়া বেঙ্গালুরুর আর কোনও ব্যাটসম্যানই কিছু করতে পারেননি। তাই স্কোরেও রান উঠেনি বেশি। তবু শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বেঙ্গালুরু যে ১৪৮ রান করতে পেরেছে, তা ওই শেষ ৫ ওভারের ঝড়ে। এই সময়টাতে তারা যোগ করে ৭৭ রান। জবাবে হাশিম আমলার হাফসেঞ্চুরি ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং তা-বে ১৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। টস জিতে ব্যাটিংয়ে নামা বেঙ্গালুরু মাত্র ২২ রানে হারায় ৩ উইকেট। অধিনায়ক শেন ওয়াটসনের (১) ব্যর্থতার পথ ধরে প্যাভিলিয়নে ফেরেন বিশু বিনোদ (৭)। খানিক পর তাদের সঙ্গী হন কেদার যাদব (১)। কঠিন ওই পরিস্থিতিতে চলতি আইপিএলে প্রথমবার মাঠে নামেন ডি ভিলিয়ার্স। শুরুতে সময় উপযোগী ঠা-া মাথার ব্যাটিং করেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান। ধীরেই চলছিলেন, তার আসল রূপ তখনও দেখা যায়নি। তবে ১৮তম ওভারে এসে মিলল চেনা ডি ভিলিয়ার্সকে। শেষ পর্যন্ত ৪৬ বলে ৩ চার ও ৯ ছক্কায় খেলেন হার মানা ৮৯ রানের ইনিংস। লক্ষ্যটা খুব একটা কঠিন ছিল না পাঞ্জাবের জন্য। সহজ কাজটা আরও সহজ করে দেন দুই ওপেনার মানান বোহরা ও আমলা। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৬২ রান। বোহরা ৩৪ রান করে আউট হলেও হাফসেঞ্চুরি পূরণ করে ৫৪ রানের কার্যকরী ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন আমলা। কাজটা অবশ্য সহজ করে দেন অধিনায়ক ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান এই হার্ডহিটার ব্যাটসম্যান ২২ বলে খেলেন অপরাজিত ৪৩ রানের ঝোড়ো ইনিংস, যাতে ছিল ৩টি চার ও ৪টি ছক্কার মার। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ