শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

২০২২ সাল পর্যন্ত জুভেন্টাসে দিবালা

জুভেন্টাসের সঙ্গে নতুন চুক্তি করেছেন পাওলো দিবালা। ইতালিয়ান ক্লাবটিতে আরও পাঁচ বছর থাকবেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। গতকাল বৃহস্পতিবার জুভেন্টাস জানায় চুক্তির মেয়াদ ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা গেছে, নতুন চুক্তি অনুযায়ী দিবালা ক্লাবটি থেকে প্রতি মৌসুমে ৭০ লাখ ইউরো পাবেন। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে জুভেন্টাসের ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেন দিবালা। সাম্প্রতিক সময়ে গুঞ্জন ছিল, আর্জেন্টিনার ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পেতে আগ্রহী স্পেনের দুই পরাশক্তি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। চুক্তি বাড়ানোর ঘোষণার পর পরই টুইট করেছেন দিবালা, “দীর্ঘ সময়ের জন্য একসঙ্গে, সবসময় এই জার্সিতে। ২০১৫ সালে পালেরমো থেকে সেরি আ চ্যাম্পিয়ন শিবিরে নাম লেখানো দিবালা দুর্দান্ত ফর্মে আছেন।

 চলতি মৌসুমে সেরি আ চ্যাম্পিয়নদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৩৬ ম্যাচ খেলে ১৬টি গোল করেছেন এই তরুণ ফরোয়ার্ড, অ্যাসিস্ট করেছেন আটটি। বার্সেলোনার বিপক্ষে জয় পাওয়ার ইউভেন্তুসের গোলরক্ষক জানলুইজি বুফফন তো বলেই দিয়েছেন, দিবালা এখন বিশ্বের সেরা পাঁচ খেলোয়াড়ের একজন। গত দুই বছরে আক্রমণভাগের এই খেলোয়াড় নাটকীয়ভাবে বেড়ে উঠেছেন বলে মনে করেন তিনি। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ