শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সাফল্য পাওয়া ক্রীড়াবিদদের আজ পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার : নববর্ষের তৃতীয় দিনে দেশের জন্য সম্মান বয়ে আনা ক্রীড়াবিদদের পুরুস্কৃত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় কি ব্যক্তিগত-খেলাধুলায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেলে ক্রীড়াবিদদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান নতুন কিছু নয়। কখনো প্রধানমন্ত্রী, কখনো ক্রীড়ামন্ত্রী। আবার বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের পাশাপাশি খেলোয়াড়রা নিজ নিজ ফেডারেশন বা সংস্থা থেকেও এমন পুরস্কার পেয়ে থাকেন। কিন্তু দেশের ক্রীড়ায় নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচ্ছিন্নভাবে নয়, তিনি এক সঙ্গে ৩৩৯ জন ক্রীড়াবিদকে দেবেন সংবর্ধনা। সঙ্গে আর্থিক পুরুস্কার। আজ রোববার সন্ধ্যা ৬ টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আয়োজন করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান। থাকছে নৈশভোজ। অনেকের কাছে এটা ক্রীড়াবিদদের জন্য প্রধানমন্ত্রীর নববর্ষের উপহার। অতীতে কোনো সরকার প্রধান এভাবে এতো ক্রীড়াবিদকে এক সঙ্গে সংবর্ধনা প্রদান করেননি। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে নজিরবিহীন ঘটনা উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য হারুনুর রশিদ বলেছেন,‘প্রধানমন্ত্রীর এ উদ্যোগ দেশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে আরো ভালো করতে উৎসাহ যোগাবে।’ গত বছর অক্টোবর থেকে বিভিন্ন ডিসিপ্লিনে যে সব খেলোয়াড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাদের সবাইকেই প্রধানমন্ত্রী সংবর্ধনা দিচ্ছেন। সংবর্ধনার পাশাপাশি খেলোয়াড়দের অর্থ পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী। হারুনুর রশিদ জানালেন, অর্থ পুরস্কারের ক্ষেত্রে কোনো বেশ-কম নেই। সব খেলা মিলে প্রধানমন্ত্রী ৩৩৯ জনের প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করবেন। এই অনুষ্ঠানেই গত এসএ গেমসে স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদ সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও শ্যূটার শাকিল আহমেদকে ফ্লাটের চাবি প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসএ গেমসে স্বর্ণ জয়ের পর প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন তাদের তিনজনকে ফ্লাট উপহার দেয়ার। প্রধানমন্ত্রীর সেই উপহারই রোববার পাচ্ছেন এসএ গেমসে স্বর্ণজয়ী তিন কৃতি ক্রীড়াবিদ। সাফল্য পাওয়া ডিসিপ্লিনগুলো হচ্ছে-হ্যান্ডবল, সাঁতার, হকি, মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট, শুটিং, মহিলাদের জুনিয়র ব্যাডমিন্টন, ভারোত্তোলন, ভলিবল, সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া মহিলা ফুটবল দল, গলফ, আরচারি, স্পেশাল অলিম্পিকস, দাবা, রোলবল ওয়ার্ল্ডকাপে অংশ নেয়া বাংলাদেশ দল, বধির ক্রিকেট দল, মককাপ ফুটবলে অংশ নেয়া জুনিয়র দল, সস্প্রতি শ্রীলংকায় টেস্ট, ওয়ানডে এবং টিটোয়েন্টি সিরিজ ড্র করা ক্রিকেটাররা থাকছেন এ সংবর্ধনায়।
বিসিবি ঘোষিত পুরস্কারও
দেয়া হচ্ছে
বিগত কয়েক মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিভিন্ন খেলায় সাফল্য অর্জন করা দলের জন্য পুরস্কার ও বিভিন্ন ফেডারেশনের জন্য অনুদান ঘোষণা করেছিল। সেগুলো একই অনুষ্টানে প্রদান করা হচ্ছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসভবন গণভবনে ৩৩৯ জন ক্রীড়াবিদের জন্য যে সংবর্ধনার আয়োজন করেছেন সে অনুষ্ঠানেই দেয়া হবে বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে পুরস্কার প্রদানের অপেক্ষায়ই ছিল বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক লোকমান হোসেন ভুঁইয়া জানিয়েছেন, ‘অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল দল এএফসি চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব চ্যাম্পিয়ন হওয়ার পর বোর্ড সভাপতি পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছিলেন। সে ঘোষণা হিসেবে দলকে ১০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। এ ছাড়া ক্রিকেট বোর্ড বাংলাদেশ হকি ফেডারেশনকে এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনকেও আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দিয়েছিল। এ দুটি ফেডারেশনকে প্রদান করা হবে ১ কোটি টাকা করে।’ ভিন্ন এ খেলার পাশাপাশি বিসিবি পুরস্কার প্রদান করছে সম্প্রতি শ্রীলংকা সফর করা ক্রিকেট দলকেও। এ সিরিজের টেস্ট ও ওয়ানডে দলকেও প্রদান করা হচ্ছে ১ কোটি টাকা করে। এ সফরে বাংলাদেশ শ্রীলংকার সঙ্গে তিন ফরম্যাটের সিরিজই ড্র করেছে। 

অনলাইন আপডেট

আর্কাইভ