শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

চট্টগ্রামে পুলিশ পরিদর্শকের মাথা ফাটিয়ে দিল ছাত্র ও যুবলীগ কর্মীরা

চট্টগ্রাম অফিস : নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে গত শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর বৌদ্ধ মন্দির মোড়ে ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে ঢুকতে বাধা দেয়ায় পুলিশ কর্মকর্তার মাথা ফাটিয়ে দিয়েছে ছাত্র ও যুবলীগ কর্মীরা। আহত পুলিশ কর্মকর্তার নাম কিরন বড়ুয়া। তিনি চট্টগ্রাম আদালতে পুলিশ পরিদর্শক হিসাবে কর্মরত। আহত পুলিশ পরিদর্শক কিরন বড়ুয়াকে নগরীর দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রাতে পুলিশ বাদী হয়ে  কোতোয়ালী মামলা দায়ের করেছে। পুলিশ ৫ জনকে আটক করেছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, গত শুক্রবার বিকালে ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠান চলাকালে বৌদ্ধ মন্দিরের মোড়ে পুলিশের নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে ৩০/৪০ জন যুবক ডিসি হিলে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেন। এসময় নীল রংয়ের উপর সাদা ফুটফুটে পাঞ্জাবী পড়া যুবকরা নিজেদের ছাত্রলীগ পরিচয় দিয়ে জোর করে অন্য পথে ঢোকার চেষ্টা করে। পুলিশের বাধা পেয়ে তারা কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। এতে পাথর নিক্ষেপ করলে পুলিশ পরিদর্শক কিরন বড়ুয়ার মাথা ফেটে যায়। এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে এলাকা ছাড়া করে এবং ৫ জনকে আটক করে।

অনলাইন আপডেট

আর্কাইভ