বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

সাউথ্যাম্পটনকে হারিয়ে তিনে ম্যানসিটি

শীর্ষ চারের মধ্যে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করার সম্ভাবনা জোরালো করেছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধের তিন গোলে সাউথ্যাম্পটনের মাঠে থেকে পুরো ৩ পয়েন্ট নিয়ে ফিরেছে পেপ গুয়ার্দিওলার দল। শনিবার রাতে সিটির ৩-০ গোলের জয়ে লক্ষ্যভেদ করেন ভিনসেন্ট কোম্পানি, লেরয় সানে ও সের্হিও আগুয়েরো। প্রতিপক্ষের মাঠে ৫৫ মিনিটে দাভিদ সিলভার কর্নারে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন কোম্পানি।৭৮তম মিনিটে পাল্টা আক্রমণে ওঠা কেভিন ডি ব্রুইনের বাড়ানো বল ধরে সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন সানে। তিন মিনিট পর জেসুস নাভাসের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বাইলাইন থেকে ডি-ব্রুইনের ক্রসে খুব কাছ থেকে হেড করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড আগুয়েরো। এই জয়ের পর ৩২ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লিভারপুলকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে পেপ গুয়ার্দিওলার দল। ৬৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল। ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। শনিবার অন্য ম্যাচে নিজেদের মাঠ হোয়াইট হার্ট লেনে এএফসি বোর্নমাউথকে ৪-০ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। জয়ী দলের চার গোলদাতা মুসা দেম্বেলে, হিয়ুং-মিন সন, হ্যারি কেইন ও ভিনসেন্ট জ্যানসেন। অন্য ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়ে ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে পয়েন্ট খুইয়ে ফিরেছে শিরোপাধারী লেস্টার সিটি। ষষ্ঠ মিনিটে রবার্ট হুথ লেস্টারকে এগিয়ে নেওয়ার পর ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেমি ভার্ডি। কিন্তু ইয়োহান কাবায়ে ও ক্রিস্টিয়ান বেনটেকের গোলে ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টাল। ৩২ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে লেস্টার। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ