বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট কল্যাণ এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি গঠন

বাম থেকে ডানে : কামাল উদ্দিন ভূঁইয়া-সভাপতি, মো. হাসিম-সাধারণ সম্পাদক, আবুবকর সিদ্দিক- সহ-সভাপতি, আনোয়ার হোসেন-সি. সহ-সভাপতি

বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের নাম বিলুপ্ত করে বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট কল্যাণ এসোসিয়েশন হিসেবে রূপান্তর করা হয়েছে। গত ১৫ এপ্রিল শনিবার বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সম্মেলন কক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সারা দেশের এজেন্টদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিগত কমিটি বিলুপ্ত করে ৫৭ সদস্য বিশিষ্ট কমিটিও নির্বাচিত করা হয়।

নব-নির্বাচিত কমিটি হলো- সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া (ফেনী), সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার (পাবনা), সহ-সভাপতি যথাক্রমে আবু বক্কর ছিদ্দিক (মুন্মিগঞ্জ), নিজাম উদ্দিন (চট্টগ্রাম), মহসিন আহমেদ (কুলাউড়া, সিলেট), মো. খোরশেদ আনোয়ার (যশোর), দুলাল হোসেন (বরিশাল), হামিদুল হক (বগুড়া)। সাধারণ সম্পাদক- মোহাম্মদ হাসিম (কক্সবাজার)। সহ-সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম (গোয়ালন্দ, রাজবাড়ী) ও তাছলিমা রহমান (মেহেরপুর), সাংগঠনিক সম্পাদক ইমরান খান (টঙ্গী), বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) মাহজারুল হক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) জয়নাল আবেদিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) সৈয়দ আবদুল মতিন, বিভাগীয় সাগঠনিক সম্পাদক (সিলেট) আবদুল বাসিত, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা) এমআর জিন্নাহ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল) মোহাম্মদ খোকন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর) জিল্লুর রহমান জুয়েল, অর্থ সম্পাদক, লুৎফুর রহমান চঞ্চল (নরসিংদী), দফতর সম্পাদক সুমন হোসেন (জামালপুর), প্রচার সম্পাদক আবদুল হামিদ বাবু (জয়পুরহাট), এজেন্ট কল্যাণ সম্পাদক আবদুল মান্নান (সিরাজগঞ্জ), পরিবহন বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম (টাঙ্গাইল), ধর্ম বিষয়ক সম্পাদক সেতাব উদ্দিন (চাঁপাইনবাবগঞ্জ), ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম বকুল (বগুড়া), প্রকাশনা সম্পাদক সাজিদ আলম (লালমনিরহাট) মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন আক্তার (বালিয়াকান্দি, রাজবাড়ী), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন (শাটুরিয়া, মানিকগঞ্জ), কার্য নির্বাহী সদস্য যথাক্রমে- রফিকুল ইসলাম (দিনাজপুর), খালিদ হোসেন (গোপালগঞ্জ), মোকাররম হোসেন (কিশোরগঞ্জ), আবদুল জব্বার (চাঁপাইনবাবগঞ্জ), নুর ইসলাম (টাঙ্গাইল), কবির হোসেন (মাদারীপুর), বাচ্চু মিয়া (ভালুকা), মুন্তাসুর রহিম মুন্না (নোয়াখালী), দেলোয়ার হোসেন (কুমিল্লা), জাহাঙ্গীর আলম (গাইবান্ধা), আক্কাছুর রহমান (নাটোর), মিজানুর রহমান মিজু (রংপুর), এসএম ছাদেক (কিশোরগঞ্জ), এনায়েত হোসেন (আরিচা, মানিকগঞ্জ), কামরুল আলম কাজল (নারায়ণগঞ্জ), কিসমত আলী (রংপুর), মাসুকুল ইসলাম মাসুক (বি. বাড়িয়া), ইকবাল হোসেন (খোকসা, কুষ্টিয়া), হাফিজুর রহমান (ঝিনাইদহ), মো. শাহজাহান (চট্টগ্রাম), মাহমুদুল হাসান (ফরিদপুর), আবদুল কুদ্দুস লিটন (রাজবাড়ী), এরশাদ আলী (বানেশ্বর, রাজশাহী) ও মোহাম্মদ সাইফুল ইসলাম (টাঙ্গাইল)।

সভায় বক্তব্য রাখেন- বাতেন মৃধা (মনোহরদী), মোহাম্মদ আলী, মহসীন আহমেদ (কুলাউড়া), মো. আবদুল হামিদ বাবু (জয়পুরহাট), বিশ্বনাথ সাহা (রায়পুরা, নরসিংদী), সৈয়দ আবদুল মতিন (বগুড়া), নিজাম উদ্দিন (মিরসরাই), জাহাঙ্গীর আলম (গাইবান্ধা) প্রমুখ।

 মোহম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া’র সভাপতিত্বে সভায় বিগত সাধারণ সভার কার্য বিবরণী পাঠ করেন মোহাম্মদ  হাসিম (কক্সবাজার)। সভা পরিচালনা করেন আবু বক্কর ছিদ্দিক (মুন্সিগঞ্জ)। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ