বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

‘উত্তর কোরিয়াকে সাবধান করতেই সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা’

এপ্রিল ১৮, রয়টার্স, বিবিসি : সিরিয়ার বিমানঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে উত্তর কোরিয়াকে একটি বার্তা পাঠাতে চেয়েছে যুক্তরাষ্ট্র। তবে হামলা চালিয়ে অন্য দেশকে বার্তা পাঠানোর নীতি ন্যায়সঙ্গত নয়। সিরিয়ায় চালানো মার্কিন হামলা ছিল দায়িত্বজ্ঞানহীন। দেশটির এমন আগ্রাসী মনোভাব নিন্দনীয়। অন্যের বিষয়ে তাদের হস্তক্ষেপের অতীত ইতিহাস রয়েছে। গত সোমবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন উত্তর কোরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তাম্মাম সুলাইমান।
তাম্মাম সুলাইমান বলেন, তারা যাই করুক; এটা একটা পরিষ্কার আগ্রাসন। তারা যদি মনে করে, একটা বার্তা পাঠানোর জন্য এ ধরনের হামলা চালানো তাদের নৈতিক দায়িত্ব; তাহলে এ বিষয়ে আর কিছু বলার নেই। কারণ, এখানে বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র কী আসলেই আন্তরিকভাবে সমাধান চায়? সেটা সিরিয়া হোক কিংবা কোরিয়াই হোক!

অনলাইন আপডেট

আর্কাইভ