শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মঠবাড়িয়ায় ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

মোঃ আবুল বাশার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৬৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় প্রাথমিক শিক্ষা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে।
দীর্ঘ দিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চালানোর ফলে সহকারি শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনুমতি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় প্রশাসনিক অচলাবস্থা দেখা দিয়েছে।
সরকারের বধ্যতামূলক প্রাথমিক শিক্ষ মুখথুবড়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।
উপজেলা প্রাথমিক অফিস সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, মঠবাড়িয়ার পৌরসভাসহ ১১টি ইউনিয়নে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়সহ ২০৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
প্রধান শিক্ষকের পদ শূন্য ৬৪টি প্রাথমিক বিদ্যালয় হলো ২নং উত্তর বড় মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং দক্ষিণ তুষখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪নং দক্ষিণ শাঁখারীকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০নং দক্ষিণ ভোলমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২নং নিজ ফুলঝুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪নং দক্ষিণ ফুলঝুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫নং পশ্চিম পাতাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২২নং উদয়তারা বুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৪নং নিজফুলঝুড়ি নূরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৫ নং পূর্ব ফুলঝুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রভৃতি।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন জানান, প্রধান শিক্ষকের পদশূন্য থাকা বিদ্যালয়গুলোতে নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আগামী ২/১ মাসের মধ্যে বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ দেয়া সম্ভব হবে বলে তিনি জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ