শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

লন্ডনে সন্ত্রাসবিরোধী অভিযানে পুলিশের গুলীতে নারী আহত

২৮ এপ্রিল, আল আরাবিয়া/বিবিসি : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে হামলা পর এ ধরনের হামলা প্রতিরোধ করতে অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারই অংশ হিসেবে স্থানীয় সময় গত বৃহস্পতিবার গোয়েন্দা সংস্থার নেতৃত্বে সন্ত্রাস দমন অভিযান শুরু হয়।
উত্তর পশ্চিম লন্ডনে পুলিশের গুলীতে আহত হয় এক নারী। এমনটাই জানিয়েছে দেশটির মেট্রোপলিটন পুলিশ। আহত নারী সন্ত্রাসীদের কর্মকান্ডের অন্তর্ভূক্ত ছিলেন। বর্তমানে হাসপাতালে পুলিশের কড়া পাহাড়ায় আছেন তিনি।
বৃহস্পতিবারের আগেই সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে রয়েছে ১৬ বছরের এক বালক, ২০ বছরের নারী ও একই বয়সী এক যুবক। লন্ডনের সন্ত্রাসী হামলার জড়িত থাকার সন্দেহে দক্ষিণ পূর্ব কেন্টে ৪৩ বছরের এক নারীকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। এছাড়াও পার্লামেন্টের নিকট ২৭ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যার কাছে একটি ছুরি ছিল।
২২ মার্চ খালিদ মাসুদ নামের এক দুর্বৃত্ত পার্লামেন্ট এলাকা ওয়েস্ট মিনিস্টারে হামলা চালায় তাতে এক পুলিশসহ ৫ জন নিহত হয়েছিল। ওই ঘটনার পর চারপাশে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ