পিসিবির দায়িত্বে আসছেন মিসবাহ ইউনিস
অবসর ঘোষণা করা দুই তারকা খেলোয়াড় মিসবাহ উল হক ও ইউনিস খানের সেবা পেতে চান পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান শাহরিয়ার খান। অবসরের সিনিয়র এ দুই খেলোয়াড়কে বোর্ডের সঙ্গে রাখতে চান খান। পিন্ডি ক্রিকেটে স্টেডিয়ামে সাংবাদিকেদের সঙ্গে আলাপকালে শাহরিয়ার বলেন, পিসিবিতে ভূমিকা রাখার জন্য মিসবাহ ও ইউনিসেক উপযুক্ত পদের প্রস্তাব দেয়া হবে এবং পাকিস্তান ক্রিকেটের সাহায্যার্থে তারা দু’জনই প্রস্তাব গ্রহণ করবেন বলে আশা করছেন তিনি। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে অসামান্য অবদান রাখা মিসবাহ ও ইউনিস ওয়েস্ট ইন্ডিজে তাদের বিদায়ী টেস্ট সিরিজ খেলছেন। আলাপকালে পাকিস্তান দলের বাংলাদেশ সফর স্থগিত বিষয়েও কথা বলেন খান। তিনি বলেন, ‘আমরা দুইবার বাংলাদেশ সফর করেছি। এখন আমরা চাই তারা পাকিস্তান কিংবা নিরপেক্ষ কোন ভেন্যুতে খেলুক। সংযুক্ত আরব আমিরাত খুবই ব্যয়বহুল এবং আমাদের মনে শ্রীলংকার বিসয়টি ছিল। কিন্তু তারাও (শ্রীলংকা) হোম সিরিজ খেলছে। তাই কিছু দিনের জন্য আমরা সিরিজটি স্থগিত করেছি। বাসস।