শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মহান মে দিবসের আলোচনা ও বর্ণাঢ্য র‌্যালি

চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল,শ্রমিক সংগঠন আলোচনা সভা, সমাবেশ, র‌্যালীর আয়োজন করে।

১ লা মে নাসিমন ভবনস্থ বিএনপি দলীয় কার্যালয় চত্বরে মে দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের আলোচনা সভায় প্রদান অতিথির বক্তব্যে বিএনপি’র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সারা বাংলাদেশে শ্রমিকরা আজ মিছিল করছে। কিন্তু শ্রমিকদলকে পুলিশ মিছিল করতে দিচ্ছে না। একদেশে দুই আইন হতে পারে না। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব খন্দকার মাহবুব উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুস সাত্তার, মোশাররফ হোসেন দীপ্তি, মনোয়ার বেগম মনি, ফাতেহা বাদশা, শ্রমিক দল নেতা স ম জামাল, শামসুল আলম প্রমুখ।

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সংবাদদাতা: ১লা মে মহান দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের উপদেষ্টা জননেতা আনোয়ারুল হক মালিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা সেক্রেটারি আলহাজ্ব মোঃ রুহুল আমিন, চুয়াডাঙ্গা পৌর আমীর এডভোকেট মাসুদ পারভেজ রাসেল প্রমুখ।

লালমনিরহাটে মে দিবস পালিত

লালমনিরহাট: ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখা ও বি আর ই এল লালমনিরহাট শাখার যৌথ উদ্যোগে এক শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী করা হয়েছে। বিআরইএল সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ রেনায়েল আলম, বিশেষ অতিথি শ্রমিক নেতা মোঃ খোরশেদ আলম, মোঃ মোতালেব হোসেন ও মোঃ রেজাউল করিম প্রমুখ। বক্তাগণ ইসলামী শ্রমনীতি কায়েমের মাধ্যমে শ্রমিকের মুক্তির উপর বক্তব্য রাখেন। 

এ উপলক্ষে পৌর শহরের ঢাকা মোড় চত্বর হতে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বিশাল র‌্যালী নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এর নেতৃত্বে বিশাল র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা পরিষদ সদস্য শাহজাহান আলী মন্ডল, বিরামপুর উপজেলা চেয়ারম্যান পারভেজ কবির, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনিরুজ্জামান আল-মাসউদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাড়– গোপাল কুন্ডু, সাধারন সম্পাদক খাইরুল আলম রাজু প্রমুখ।

গাইবান্ধা

জেলা প্রশাসনের আয়োজনে সরকারী শ্রম কল্যাণ কেন্দ্রের সহযোগিতায় মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলায়তনে আলোাচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মশরুকুর রহমান খালেদ বিপিএম ও ও পৌর মেয়র এডভেকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। 

এদিকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্ েএকটি র্যালী ষ্টেশন চওর থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে সমাবেশে সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন ফেডারেশনের জেলা সভাপতি নুরুন্নবী প্রধান ও রফিকুল ইসলাম নয়া ।শেষে শ্রমিকদের মধ্যে গামছা ওখাদ্য বিতরনকরা হয় ।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

সুন্দরগঞ্জ উপজেলায় মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে শ্রমিক কার্যালয়ে মহান মে দিবসের আলোচনা সভা জাতীয় শ্রমিকলীগের উপজেলা সভাপতি লুৎফর রহমান মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, পৌর আ’লীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস হাফিজা বেগম কাকলী প্রমুখ। 

ভালুকা (ময়মনসিংহ)

ভালুকা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলার মাস্টারবাড়ীস্থ একটি ভবনে সোমবার সকালে  এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভালুকা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি, রহুল আমীন রানার সভাপতিত্বে অফিস ও প্রশিক্ষন সম্পাদক, হারুন-অর-রশিদের পরিচালনায় আলোচনা সভায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামানসহ বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক, নূর ইসলাম ও বিভিন্ন ইউনিটের সভাপতি এবং সেক্রটারিবৃন্দ। আলোচনা সভা শেষে মেহনতী শ্রমিকদের কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আটোয়ারীতে মহান মে দিবস পালন

আটোয়ারী (পঞ্চগড়): পঞ্চগড়ের আটোয়ারীতে শ্রমিক দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন একত্রে পৃথক পৃথক ব্যানার সহ শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের বিভিন্ন স্লেøাগান নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (২৬৪) এর সভাপতি হায়দার আলী বকুলের সভাপতিত্বে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্য থাকার পরামর্শ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি কল্যাণ কুমার ঘোষ। 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

শিল্পনগরী কাঁচপুর এলাকায় শ্রমিক দলের র‌্যালী বের করে। নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে শ্রমিকদের অধিকার আদায়েন লক্ষ্যে এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও আড়াইহাজার আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি নাসিরউদ্দিন, সাধারণ সম্পাদক নয়ন মোল্ল¬া, সোনারগাঁ থানা বিএনপি’র সহ সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম টিটু, কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম হক রুমী প্রমুখ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুরের ফুলবাড়ী মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে আন্তর্জাতিক মহান মে দিবস পালনে ৪ শতাধিক শ্রমিক একটি র‌্যালী বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নে এসে শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইউনিয়নের সভাপতি মোঃ শাহাজাহান আলী সরকারের সভাপতিত্বে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মহাসিন আলী সরকার।

কিশোরগঞ্জ (নীলফামারী)

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে সোমবার সকালে আল মারুফ ট্রাস্ট চত্বরে আলোচানা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রতনের সভাপতিত্বে আলোচান সভায় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আব্দুল হান্নান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা আখতারুজ্জামান বাদল, উপদেষ্টা হাসান আলী, সেক্রেটারি শহিদুল ইসলাম, উপজেলা শিবির সভাপতি সারওয়ার হোসাইন ও বিশিষ্ট ব্যবসায়ী শিব্বির আহম্মেদ প্রমুখ। 

পার্বতীপুর

পার্বতীপুরে মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শ্রমিক  সংগঠন গুলো ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে পালন করেছে। 

পার্বতীপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। পৌর বিএনপি’র সভাপতি সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রিয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহাম্মেদ শ্রমিক দলের আহবায়ক মো: মনজুরুল আলম ও যুবদলের ওয়ার্ড সভাপতি মোঃ আনিছুর রহমানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

পার্বতীপুর উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর আমীর মাওলানা মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর উপজেলার পরিষদের ভাইচ চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো: আনোয়ার হোসেন, উজেলা সেক্রেটারি মোঃ রেজাউল করিম মোল্লাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

এছাড়াও মে দিবস উপলক্ষে হোটেল শ্রমিক ইউনিয়ন, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, বাস শ্রমিক ইউনিয়ন ও অটো ইজিবাইক শ্রমিক ইউনিয়ন নিজ নিজ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। শ্রমিক সংগঠনগুলো নিজস্ব সংগঠনের ব্যানারে শহরে পৃথক পৃথক র‌্যালি বের করে। 

গৌরীপুর ময়মনসিংহ

শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ও জাতীয় শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায়  পালন উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। 

এ উপলক্ষে ১লা মে সোমবার বিকালে মধ্যবাজার রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, জেলা তাতী দলের যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান কবির হীরা, পৌর যুবদলের সাবেক  সাধারণ সম্পাদক এ এফ এম শহিদুল্লাহ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন বাচ্চু, পৌর ছাত্রদলের সভাপতি তাজিজুল ইসলাম রাঙ্গা, যুবদল নেতা ভুট্টু প্রমুখ। 

ছাগলনাইয়া (ফেনী)

সংবাদদাতা: ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে পল্লী সঞ্চয় ব্যাংক ছাগলনাইয়া শাখার ব্যবস্থাপক মোঃ  সাখাওয়াত হোসেন হিমুর  সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট শাহেদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে মে দিবসের এক  আলোচনা  অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনায় বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান  এয়ার আহাম্মদ ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী,ফেনী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারী,উপজেলা জাসদ নেত্রী সালেহা বেগম।

পাঁচবিবিতে বিভিন্ন সংগঠনের 

মহান মে দিবস পালন

পাঁচবিবি (জয়পুরহাট): সোমবার গোহাটা চত্বরে মে দিবস উদ্যাপন কমিটির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরউদ্দিন আল ফারুক। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এড. সামছুল আলম দুদু। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজার রহমান, মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বয় জিয়াউল ফেরদ্দৌস রাইট, দৌলতন নাহার দোলন, পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহাবুব চন্দন, রিক্সা ভ্যান চালক ইউনিয়নের সভাপতি আনিছুর রহমান বাচ্চু, সম্পাদক খালেকুল ইসলাম বকুল প্রমুখ।

কালাই (জয়পুরহাট)

মহান মে দিবস উপলক্ষে গত সোমবার সকাল দশটায় উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন এর নেতৃত্বে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের অংশ গ্রহনে এক র‌্যালী পৌর সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আফাজ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, জেলা আ’লীগের অন্যতম সদস্য ফজলুর রহমান, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর মন্ডল ও সাবেক কাউন্সিলর সাজ্জাদুর রহমান কাজল প্রমুখ।

চাটখিল (নোয়াখালী)

চাটখিলে সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্মাণ শ্রমিক ইউনিয়নের চাটখিল উপজেলা শাখার সভাপতি মোঃ শাহাজানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু তাহেরের পরিচালনায় বক্তৃতা করেন, সহ সভাপতি মোশারফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মানিক হাওলাদার সহ প্রমুখ। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাটখিল উপজেলা শাখার উদ্যোগে বনাঢ্য র‌্যালী পৌরশহর প্রদক্ষিণ শেষে আনিতাশ পেট্রোল পাম্পে এক পথ সভায় বক্তৃতা করেন, বিএনপি নেতা শামছুল আবেদিন শামীম, আহসানুল হক মাসুদ, যুবদল নেতা সুলতান বাবর, শ্রমিকদল নেতা ইসমাইল হোসেন হিরণ প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ