কালকিনিতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর এলাকার মহরদ্দির চর গ্রামের বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম তালুকদারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে গ্রামবাসী। গত বৃহস্পতিবার সকালে সমিতির হাটে উক্ত কর্মসূচী পালন করা হয় এবং এসময় ৩ সহ¯্রাধিক গ্রামবাসী এতে অংশগ্রহণ করে। এসময় গ্রামবাসী অভিযোগ করে জানায়, পূর্ব এনায়েত নগর ইউপি নির্বাচনে গ্রেফতারকৃত কাশেম তালুকদার নৌকার পক্ষে নির্বাচন করে। উক্ত ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হেরে গেলে প্রতিপক্ষ বিজয়ী প্রার্থী ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্রমূলক নৌকার সমর্থক কাশেম তালুকদারকে গ্রেফতার করায় এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেয়। আর উক্ত মিথ্যা মামলা থেকে তার মুক্তির দাবি জানায় গ্রামবাসী।