শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

বোরো ধান কাটা মাড়াই শুরু শ্রমিক সংকটে কৃষকরা

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতাঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় পুরোদমে বোরো ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। তবে শ্রমিক সংকটের কারণে কৃষকরা বিপাকে পড়েছেন। চাষীরা বলছেন, বর্তমানে পুরো উপজেলা জুড়ে বোরো ধান কাটা মাড়াই শুরু হলেও শ্রমিক সংকটে পাকা ধান মাঠেই নষ্ট হতে বসেছে। ফলে চাষীরা তাদের কষ্টার্জিত ফসল ঘরে তুলতে না পেরে চরম দুশ্চিন্তায় ভুগছেন। এছাড়া এবারে বৈরি আবহাওয়ার কারণে এ শ্রমিক সংকট হয়েছে বলে মনে করছেন অনেকে। 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, পুরো উপজেলায় প্রায় ১২ হাজার ৭শ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে। আগাম বোরো ধান বৈশাখ মাসের প্রথম সপ্তাহ থেকে কাটা মাড়াই শুরু হয়। বৈরি আবহাওয়া থেকে ফসল বাঁচাতে কৃষি অফিসের পাশাপাশি ও কৃষকরা বোরো ধানের দিকে দৃষ্টি রাখছেন। কিন্তু এ কথা মানতে নারাজ উপজেলার সদর ইউনিয়নের কেশরতা গ্রামের কৃষক মতিউর রহমান। তিনি জানান, কৃষকের ধানের ওপর দিয়ে এসব প্রাকৃতিক   দূর্যোগ চললেও স্থানীয় কৃষি অফিসের পক্ষ থেকে আমরা তেমন কোন সহযোগিতা পাই না। কৃষি অফিস মাঝে মধ্যে লোক দেখানো কিছু সভা সেমিনারের মধ্যেই সীমাবদ্ধ। এমন ধরনের অভিযোগ করেছেন উপজেলার হাজার হাজার প্রান্তিক কৃষক।

অনলাইন আপডেট

আর্কাইভ