শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আইরিশদের হোয়াইটওয়াশ করলো ইংলিশরা

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের আগে আয়ারল্যান্ডের প্রস্তুতি হতাশাজনকই হলো। রোববার লর্ডসে দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৮৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। টসে হেরে ব্যাট করতে নেমে জো রট, ইয়ন মরগান ও জনি বেয়ারস্টোর ফিফটিতে ইংল্যান্ড ৬ উইকেটে ৩২৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে ২৪৩ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ম্যাচটিতে ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেক্স হেলস ও জেসন রয় জুটিতে আসে ৪৯ রান। তবে ১১ রানের ব্যবধানে অ্যালেক্স হেলস (৩২) ও জেসন রয় (২০) বিদায় নিলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা।তবে তৃতীয় উইকেটে অধিনায়ক মরগান ও রুট ১৪০ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। রট ৭৩ ও স্বাগতিক অধিনায়ক মরগান ইনিংস সেরা ৭৬ রান করেন। আর শেষ দিকে আদিল রশিদকে নিয়ে বেয়ারস্টো ৮৮ রানের জুটি গড়লে ৩২৮ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। ৭২ রানে অপরাজিত থাকেন বেয়ারস্টো।আইরিশদের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন চেজ ও ম্যাকক্যার্থি। আয়ারল্যান্ড বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ২৪৩রানে গুটিয়ে যায় আয়াল্যান্ড। লিয়াম পাঙ্কেট ও জো রট ৩টি করে উইকেট নেন। অলরাউন্ড  নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের জো রট।

অনলাইন আপডেট

আর্কাইভ