শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

একাদশের বাইরে আশরাফুল

স্পোর্টস রিপোর্টার : মআন্তর্জাতিক ক্রিকেটের নিষেধাজ্ঞা কাটেনি এখনও। ঘরোয়া ক্রিকেট দিয়ে তাই নিজেকে প্রমাণ করার লড়াই সাবেক জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। সেরাটা দিয়ে চেষ্টা করছিলেন চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। কিন্তু সেখানেও ব্যর্থ, সঙ্গে যোগ হয়েছে পারিবারিক সমস্যা। সবমিলিয়ে হতাশ আশরাফুল। ফলাফল, টানা সাত ম্যাচ খেলার পর অষ্টম ম্যাচে একাদশের বাইরে তিনি। এ প্রসঙ্গে দলের কোচ জালাল আহমেদ চৌধুরী বলেন, আশরাফুল নিজ থেকেই বিশ্রাম চেয়েছে। অনেকদিন ধরে তার শাশুড়ি হাসপাতালে ভর্তি। ব্যাটেও রান পাচ্ছে না। সবমিলিয়ে মানসিকভাবে ভালো নেই সে। ২০১৭ আসরে কলাবাগান ক্রীড়া চক্রে ভেড়েন আশরাফুল। অধিনায়কের দায়িত্বও দেওয়া হয় তাকে। তার নেতৃত্বে পাঁচ ম্যাচের একটিতে জয় পায় দল। ব্যর্থতার ভারে, অধিনায়কের দায়িত্ব চলে যায় তুষার ইমরানের হাতে। সেটাও নাকি আশরাফুলকে ‘নির্ভার’ রাখতেই। প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দলের দ্বিতীয় ম্যাচে ৪৬ রানের ইনিংস খেলেছেন। বাকি ছয় ম্যাচে তার ইনিংস ৬, ১০, ০, ৭, ৭, ১২। বল হাতে নিয়েছেন পাঁচ উইকেট। সবমিলিয়ে দারুণভাবে ব্যর্থ বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১৭৭ ওয়ানডেতে ৩৪৬৮ রান করা আশরাফুল। ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর দায়ে আট বছরের জন্য নিষিদ্ধ হন আশরাফুল। যা কমিয়ে পাঁচ বছরে আনা হয়। ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেট থেকে তার নিষেধাজ্ঞা উঠলেও, শেষ হয়নি আন্তর্জাতিক ক্রিকেটের নিষেধাজ্ঞা। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ