শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সাপাহারের আম বিভিন্ন দেশে রপ্তানির সম্ভাবনা!

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) সংবাদদাতা: দেশের ঠাঁঠাঁ বরেন্দ্র হিসেবে খ্যাত নওগাঁর সাপাহারের উৎপাদিত আম এবার বিভিন্ন দেশে রপ্তানী করার জোর প্রক্রিয়া চলছে বলে এক সূত্রে জানা গেছে, এ আম যদি বিভিন্ন দেশে রপ্তানী করা হয় তাহলে আমাদেশ দেশ অনেকাংশে দারিদ্র্যমুক্ত হবে।

বিগত কয়েক বছর ধরে সাপাহারে ব্যাপক হারে ফজলী, লক্ষনা, খিরশাপাত, ল্যাংড়া, গোপালভোগ ও হাই-ব্রিড আ¤্রপলি (রুপালী) আমের চাষ হয়ে আসছে। অতীতে দেশের সকলেই দেশের চাঁপাই নবাবগঞ্জ জেলাকে আমের রাজধানী হিসেবে মনে করত। বর্তমানে নওগাঁ জেলার সাপাহার, পোরশা উপজেলায় যে পরিমাণে বিভিন্ন জাতের আম উৎপাদন হয়ে থাকে তা চাঁপাই নবাবগঞ্জ জেলার চেয়ে কোন অংশে কম নহে। কয়েক বছর ধরে চাপাই নবাবগঞ্জের মানুষকে আমের মৌসুমে সাপাহার হতে আম কিনে নিয়ে যেতে দেখা গেছে। তারা সাপাহারের আম চাঁপাই নবাবগঞ্জে নিয়ে গিয়ে চাঁপাইয়ের আম বলে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেছে বলেও জানা গেছে। সাপাহারের মাটি হাই-ব্রিড আ¤্রপলি আম চাষের উপযোগী হওয়ায় এখানকার মানুষ বর্তমানে ধানের আবাদ ছেড়ে দিয়ে আম চাষে ঝুঁকে পড়েছে। উপজেলার আমচাষী দেলোয়ার হোসেন, মমিনুল হক, শাহজাহান আলী, মনছুর রহমান, জাহাঙ্গীর আলম তরুণ সহ একাধিক আমচাষীর সাথে কথা বলে জানা গেছে কয়েক বছর ধরে ধানের বাজারে ধস নামায় ধান চাষ করে কৃষকদের লোকশান গুনতে হত। তাই ধান চাষ বাদ দিয়ে তারা তাদের আবাদী জমিতে হাই-ব্রিড সহ বিভিন্ন জাতের আম চাষ করে প্রতি বিঘা জমিতে ধানের তুলনায় কয়েক গুন টাকা লাভ হওয়ায় সকলেই এখন আম চাষে মনোনিবেশন করেছেন। বর্তমানে দিন দিন পুরো উপজেলায় আমের বাগান বৃদ্ধি পাওয়ায় ধান চাষের জমি খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়েছে। 

উপজেলা কৃষি অফিসের জরিপ মতে বর্তমানে পোরশা ও সাপাহার  উপজেলায় প্রায় ১৫হাজার হেক্টোর জমিতে হাই-ব্রিড সহ বিভিন্ন জাতের আম গাছ রোপন করা হয়েছে। যে হারে আম বাগানের সংখ্য বেড়ে চলেছে অল্প সামান্য সময়ের মধ্যে তা লক্ষাধিক হাজার বিঘায় পরিণত হবে। এছাড়া এবারে আবহাওয়া আম চাষের অনুকূলে থাকলে প্রতি হেঃ বাগানে ১০টন হিসেবে এবারে এখানে  কম পক্ষে দেড় লক্ষ টন বা ৪০ লাখ হাজার মণ আম উৎপন্ন হবে। উপজেলায় দিন দিন আমের বাগান বৃদ্ধি পেলেও আম চাষীদের উন্নয়নে এখানে কোন জুস জেলী বা আম সংরক্ষণাগার না থাকায় প্রতি বছর আম চাষীরা অনেক ঝুঁকি নিয়ে আম চাষ করে থাকেন। তাই অনেক আমচাষী দাবি করেছেন এই উপজেলায় একটি আম সংরক্ষনাগার এর।

অনলাইন আপডেট

আর্কাইভ