বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

কালকিনিতে মুক্তিযোদ্ধা হত্যার বিচার দাবি

মাদারীপুরের কালকিনি উপজেলায় যুদ্ধকালিন সময়ে সাবেক থানা কমান্ডার শহীদ মুক্তিযোদ্ধা আঃ মালেক সিকদারের হত্যার বিচার ও তার নিজ এলাকা সাহেবরামপুরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে তার সহযোদ্ধা মুক্তিযোদ্ধা ও পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি অনলাইন পত্রিকা অফিসে কালকিনি উপজেলার স্থানীয় সাংবাদিকদের নিয়ে উক্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় শহীদ মুক্তিযোদ্ধা আঃ মালেক সিকদারের সহযোদ্ধা সালাউদ্দিন আহম্মেদ মানিক, সিরাজুদ্দিন আহম্মেদ ও ভাতিজা মিজানুর রহমান সিকদার তাকে হত্যা ও কারা এবং কি কারণে হত্যা করা হয়েছে তার বিবরণ তুলে ধরেন।

তারা অভিযোগ করে বলেন, ‘শহীদ মুক্তিযোদ্ধা আঃ মালেক সিকদার তৎকালিন মাদারীপুর খলিল বাহিনীর সক্রিয় সদস্য ও কালকিনি থানা কমান্ডার থাকা অবস্থায় গণআদালতের সভাপতি প্রার্থী হওয়া নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এসময় সমাজে মুখোশ পড়া ভদ্রবেশী একজনের নির্দেশে তার ছাত্র গৌরনদী উপজেলার নিজাম উদ্দিন নামের একজনকে দিয়ে হত্যা করায় এবং লাশ গুম করে। তাই হত্যাকারীদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।’

অনলাইন আপডেট

আর্কাইভ