শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

ফরিদপুরে মাদক ও অস্ত্রসহ আটক ৪

ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরে পৃথক অভিযানে একটি বিদেশী পিস্তল এবং ভয়াবহ মাদক ইয়াবা ও ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের গোয়ালচামট ২ নং সড়কের জনৈক আলমগীর হোসেন বাবলুর বিল্ডিংয়ের একটি কক্ষ হতে ৩শ’ বোতল ফেনসিডিলসহ মাগুড়া জেলা মধ্যপাড়া গ্রামের জহির উদ্দিন মোল্যার ছেলে ঝন্টু মোল্যা (৩০) ও মাগুড়ার নান্দালী গ্রামের মোতাহার হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (২৬) কে আটক করা হয়।
অপর অভিযানে শহরের ২ নং হাবেলী গোপালপুর থেকে একটি বিদেশী পিস্তল ও ৫৫৭ পিস ইয়াবাসহ জনৈক আয়নাল মোল্যার ছেলে শাহিন মোল্যা (৩২) ও মনিরুজ্জামান পাখি (৩১) নামে দুইজনকে আটক করা হয়।
পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানান, ফরিদপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গত ৬ মাসে ফরিদপুরে মাদক আইনে ৬৪৭টি মামলা হয়েছে।
এসব মামলায় ৭শ’ জনের মতো আটক হয়েছে।
দু:খজনক হলো, এরমধ্যে প্রায় ৬শ’ জনের মতো মাদক ব্যবসায়ী জেল থেকে জামিনে বেরিয়ে এসে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে।
ফরিদপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভূমিকা ন্যক্কারজনক বলেও তিনি মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, ফরিদপুরের বেশকিছু মাদক ব্যবসায়ীকে চিহ্নিত করা গেছে।
এসময় টেপা লিটন, হিরু, মাসুদ ও পাভেল নামে ৪ মাদক ব্যবসায়ীর নামোল্লেখ করে তিনি বলেন, নেপথ্যেও আরো কিছু বড় মাদক ব্যবসায়ীর তথ্য ইন্টেলিজেন্সের নিকট রয়েছে।
গোপনীয়তার স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না।

অনলাইন আপডেট

আর্কাইভ